

আপনার যদি অগাস্ট মাসে এমন কোনও কাজ থাকে, যার জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হতে পারে তবে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। লকডাউনে সমস্ত ব্যাঙ্ক খোলা থাকলেও ব্যাঙ্কগুলির কাজের সময়ে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। আনলক জারি হওয়ার পর থেকেই পূর্ব নির্ধারিত সময়েই খুলছে সমস্ত ব্যাঙ্কের শাখা। অগাস্ট মাসে ব্যাঙ্কের কতদিন ছুটি থাকবে তা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। অগাস্ট মাসে শনিবার, রবিবার এবং বিভিন্ন ছুটির দিন গুলি ধরে মোট ১৩ দিন বন্ধ থাকবে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক।


৮ অগাস্ট দ্বিতীয় শনিবার আর ৯ অগাস্ট রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১১ই অগাস্ট: জন্মাষ্টমীর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।


১২ অগাস্ট: জন্মাষ্টমীর জন্য এইদিন আহমেদাবাদ, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, জয়পুর, জম্মু, কানপুর, লখনউ, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।


১৩ অগাস্ট: প্যাট্রিয়টিক দিবস উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আর ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের ছুটিতে এইদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।


২২ অগাস্ট: গণেশ চতুর্থী উপলক্ষে এইদিন আহমেদাবাদ, বেলাপুর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর, পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।