নতুন বছর ব্যাঙ্ক বন্ধ ৫৩ দিন! বড় সমস্য়া এড়াতে আগেভাগে জানুন তারিখগুলি
সারাবছর নানা কাজে ছুটতে হয় ব্যাঙ্কে। টাকা জমা করা, হঠাৎ বড় অঙ্কের টাকা তোলা, সঞ্চয়, কাজের অন্ত নেই। কিন্তু ব্যাঙ্কে গিয়ে যদি দেখতে হয় তালা ঝুলছে তবে তো বিপত্তি। তাই আগেভাগেই জেনে নিন নতুন বছর কোন কোন দিনগুলি ও পথ মাড়াবেন না। রইল ব্যাঙ্ক বন্ধের মাসিক তালিকা।


জানুয়ারি- ব্যাঙ্ক বন্ধ থাকবে ১,২, ১১, ১৪, ২৩, ২৬ তারিখ। নতুন বছরের ছুটি, দ্বিতীয় ও চতুর্থ শনিবার, সাধারণতন্ত্র দিবস, মিশনারী ডে, মকর সংক্রান্তির ছুটি রয়েছে এই তালিকায়।


ফেব্রুয়ারি- ১৩,১৬,২৭ ফেব্রুয়ারি ব্যাঙ্কের দরজা বন্ধ বন্ধ থাকবে। দ্বিতীয় চতুর্থ শনিবার ছাড়াও রয়েছে সরস্বতী পুজোর ছুটি।


মার্চে ব্যাঙ্ক বন্ধ চারদিন। এর মধ্যে মহাশিবরাত্রি, হোলি এবং দুই শনিবার। ব্যাঙ্ক বন্ধের তারিখগুলি হল ১১,১৩,২৭,২৯।


এপ্রিলে ব্যাঙ্ক বন্ধ থাকবে, ২,৪,১০,১৪,২১,২৫ তারিখে। রয়েছে গুড ফ্রাইডে, বুদ্ধ পূর্ণিমা, বৈশাখী জয়ন্তী, মহাবীর জয়ন্তী, আর থাকবে দুই শনিবারের ছুটি।


মে মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে চারটি। মূল তারিখগুলি হল ১,৪,১২,২২। মে দিবস, ইদ-উল-ফিতর ছাড়া বাকি ছুটি দুটি দুই শনিবারের।


আগস্ট মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে সব মিলিয়ে ৬ দিন। এর মধ্যে স্বাধীনতা দিবস, রাখিবন্ধন, জন্মাষ্টমী, মহরম এবং দুটি শনিবার রয়েছে। তারিখ গুলি হল, ১০,১৪,১৫,২২,২৮,৩০।


অক্টোবর মানে দুর্গাপুজোর মাস। এ মাসের শুরুতে ২ অক্টোবর গান্ধি জয়ন্তীতে জাতীয় ছুটি। ৯ তারিখ দ্বিতীয় শনিবার। পুজোর ছুটি ১৩-১৫ তারিখ। এর পরেই রয়েছে ১৮ অক্টোবর ইদ ই মিলানের ছুটি। ২৩ ডিসেম্বর রয়েছে চতুর্থ শনিবার। এই কদিন ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে।


নভেম্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে অন্তত ৬ দিন। এর মধ্যে রয়েছে দীপাবলি, ভাইফোঁটা, গুরুনানক জয়ন্তী, এবং দুই শনিবার। ছুটির দিনগুলি হল ৪,৬,১৩,১৫,১৯,২৭ তারিখ।