স্টেট ব্যাঙ্ক লকডাউনে যে কর্মচারীরা কাজ করছেন তাদের বাড়তি বেতন দেওয়ার ঘোষণা করেছে ৷ ২৩ মার্চ থেকে ১৪ এপ্রিল এই সময়সীমার জন্য এই ঘোষণা করা হয়েছে ৷ প্রত্যেক ব্রাঞ্চে যে CPCs, CACs, Treasury Operations, Global Markets, GITC ও IT Services যারা কাজ করছেন তাদের এর মধ্যে সামিল করা হয়েছে ৷