

•আর মাত্র একদিনের অপেক্ষা। থাকছে নানা আকর্ষণীয় অফার। ১৭ অক্টোবর থেকে খুলে যাচ্ছে Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের দরজা। আর এই সেলে কিনে ফেলুন সেরা ট্রিপল ক্যামেরা স্মার্টফোন। বাজেট নিয়েও চিন্তা নেই। কারণ ১৫,০০০ টাকার নিচেই পাওয়া যাচ্ছেন একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন। আসুন বিস্তারিত দেখে নেওয়া যাক।


•আর মাত্র একদিনের অপেক্ষা। থাকছে নানা আকর্ষণীয় অফার। ১৭ অক্টোবর থেকে খুলে যাচ্ছে Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের দরজা। আর এই সেলে কিনে ফেলুন সেরা ট্রিপল ক্যামেরা স্মার্টফোন। বাজেট নিয়েও চিন্তা নেই। কারণ ১৫,০০০ টাকার নিচেই পাওয়া যাচ্ছেন একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন। আসুন বিস্তারিত দেখে নেওয়া যাক।


•SAMSUNG GALAXY M21এই ফোনের দাম ১৩,৯৯৯ টাকা। Amazon সেলে বিক্রি হচ্ছে ১২,৯৯৯ টাকায়। ৬.৪ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লের পাশাপাশি এই ফোনের ৬০০০ mAh ব্যাটারি আপনার নজর কাড়বে। এই ফোন কিনলে AU ব্যাঙ্ক ও HSBC ব্যাঙ্কে যথাক্রমে ১০ ও ৫ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এ ছাড়াও Amazon প্রাইম মেম্বাররা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনতে গিয়ে পাচ্ছেন ৫ শতাংশ পর্যন্ত ছাড়। থাকছে ১০,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও।


•OPPO A52সেলে এই ফোন পাওয়া যাবে ১৩,৯৯০ টাকায়। মূল দাম ১৬,৯৯০ টাকা। তবে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ৩,০০০ টাকার। কোয়াড রেয়ার ক্যামেরার পাশাপাশি থাকছে ৬.৫ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ SoC প্রসেসর। ব্যাটারি ব্যাকআপও মন্দ নয়। এই ফোনের ৫০০০ mAh ব্যাটারি আপনাকে হতাশ করবে না। সেলে ১০,৮০০ টাকার এক্সচেঞ্জ অফারের পাশাপাশি ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডেও মিলছে সুবিধা। যদি বাজাজ EMI কার্ড দিয়ে কেনেন, তা হলে নো কস্ট EMI-এর সুবিধা পাবেন।


•TECNO SPARK 6 AIR৭ ইঞ্চি ডিসপ্লের এই ফোন আপনার নজর কাড়বে। সেলে এই ফোনের দাম কমেছে প্রায় ২০০০ টাকা। অর্থাৎ ১০,৪৯৯ টাকার বদলে এই ফোন পাওয়া যাবে ৮,৬৯৯ টাকায়। যাঁদের Amazon কুপন রয়েছে, তাঁরা পাচ্ছেন অতিরিক্ত ২০০ টাকার ছাড়। EMI অপশনের পাশাপাশি থাকছে ৮,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। উল্লেখ্য, ৮ মেগাপিক্সেলের AI সেলফি ক্যামেরার পাশাপাশি ৬,০০০ mAh ব্যাটারি থাকছে এই ফোনে।


•NOKIA 5.3এই ফোনের দাম ১৩,৯৯৯ টাকা। তবে Amazon সেলে পাওয়া যাচ্ছে ১২,৯৯৯ টাকায়। ৪০০০ mAh ব্যাটারি, কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপের পাশাপাশি এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ SoC। বাজাজ ফিনান্স কার্ড থাকলে পাওয়া যাচ্ছে তিন মাসের নো কস্ট EMI সুবিধা। পাশাপাশি AU ব্যাঙ্ক ও HSBC ব্যাঙ্কে যথাক্রমে ১০ ও ৫ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এ ছাড়াও Amazon প্রাইম মেম্বাররা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনতে গিয়ে পাচ্ছেন ৫ শতাংশ পর্যন্ত ছাড়। থাকছে ১০,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও।