

৩০ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই মিটিয়ে নিতে হবে ট্যাক্সের কাজ ৷ করোনার কারণে আয়করদাতাদের ২০১৮-১৯ অর্থবর্ষে আয়কর জমার তারিখ পিছিয়ে ৩০ সেপ্টেম্বর অবধি করে আয়কর দফতর ৷ অর্থাৎ আয়করের কাজ মেটানোর জন্য হাতে পড়ে একদিন ৷ এই ডেডলাইন মিস করলে দিতে হবে বড়সড় পেনাল্টি


৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করানো বাধ্যতামূলক ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে লিঙ্ক না করালে কেবল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আপনি পিডিএস থেকে রেশন নিতে পারবেন ৷ তাই আর দেরি না করে এখুনি আধারের সঙ্গে লিঙ্ক করিয়ে নিন আপনার রেশন কার্ড


কী ভাবে করবেন আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক-আধার লিঙ্কিং ওয়েবসাইটে গিয়ে স্টার্ট নাও-এ ক্লিক করুন ৷ এরপর আপনার ঠিকানার সঙ্গে যুক্ত ব্যুরো নম্বর দিন ৷ বেনিফিট টাইপে রেশন কার্ডের অপশন সিলেক্ট করুন ৷ এরপর আপনার রেশন কার্ডের স্কিম সিলেক্ট করুন ৷ ওটিপি ভেরিফিকেশনের পর আপনার রেশন কার্ড আধারের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে ৷ আপনার নিকটবর্তী পিডিএস সেন্টার বা দোকানে গিয়ে আপনার পরিবারের সমস্ত সদস্যের আধার কার্ডের কপি, পরিবারের প্রধানের পাসপোর্ট সাইজ ফটো, রেশন কার্ড সঙ্গে নিয়ে যান ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে ব্যাঙ্ক পাসবুকের ফটোকপি নিয়ে যেতে হবে ৷ সমস্ত তথ্য ছবি-সহ পিডিএস সেন্টারে জমা দিতে হবে ৷ সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি মেসেজ আসবে ৷ আধার ও রেশন কার্ড লিঙ্ক হয়ে গেলেও আপনার মোবাইল নম্বরে মেসেজ চলে আসবে ৷


ফ্রিতে গ্যাস পাওয়ার শেষ সুযোগ ৷ কারণ প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় নাম নথিভুক্তকরণের শেষ দিন ৩০ সেপ্টেম্বর। যোজনা অনুযায়ী, গ্যাস কানেকশনের জন্য বিপিএল পরিবারের যে কোনও মহিলা সদস্য আবেদন করতে পারবেন৷ এর জন্য KYC ফর্ম ফিলআপ করে নিকটবর্তী এলপিজি সেন্টার জমা দিতে হবে ৷ উজ্জ্বলা স্কিম অনুযায়ী, ১৪.২ কিলোগ্রাম ৩ এলপিজি সিলিন্ডার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় দেওয়া হচ্ছে ৷ এক মাসে একটাই সিলিন্ডার বিনামূল্যে মিলবে ৷ যাদের কাছে ৫ কিলোর সিলিন্ডার রয়েছে, তাদের ৩ মাসে মোট ৮টি সিলিন্ডার দেওয়া হবে ৷ এক মাসে অধিকতম ৩টি সিলিন্ডার ৷


সস্তায় বাড়ি কেনার শেষ সুযোগ ৩০ সেপ্টেম্বর ৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুযোগ দিচ্ছে সস্তায় প্লট, দোকান কেনার ৷ ৩০ সেপ্টেম্বর অর্থাৎ বুধবারই এসবিআই মেগা ই-অকশনের আয়োজন করেছে ৷


ঘরে নতুন টিভি কেনার থাকলে বুধবারই কিনে নিন ৷ ৩০ সেপ্টেম্বর পেরিয়ে গেলে দাম বেড়ে যাবে টিভির ৷ ওপেন সেল প্যানেলে আমদানি শুল্কে যে ৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল তার মেয়াদ এদিনই শেষ হতে চলেছে ৷ সূত্রের খবর, ৩০ সেপ্টেম্বর টিভির দাম প্রায় ৪ শতাংশ বেড়ে যেতে পারে ৷ ৩২ ইঞ্চির টিভির দাম ৬০০, ৪২ ইঞ্চির দাম ১২০০-১৫০০ টাকা পর্যন্ত বাড়তে পারে ৷