

বছর শেষে এয়ার ইন্ডিয়ায় চাকরির সুযোগ ! এয়ারলাইন্সের সরকারি চাকরি যদি চান, তাহলে নিজের সিভি নিয়ে চটপট তৈরি হয়ে যান ৷ কারণ ইন্টারভিউ/লিখিত পরীক্ষার দিন আগামী ৩ ডিসেম্বর ৷


এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসের লিমিটিডে (AIESL)-এর তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে লেখা রয়েছে ‘অ্যাসিসটেন্ট সুপারভাইসার’ পদে ১৩টি Vacancy রয়েছে ৷


অ্যাসিসটেন্ট সুপারভাইজার পদে ওয়াক ইন ইন্টারভিউ ও পরীক্ষা দেওয়ার জন্য আবেদনকারীর বয়স ৩৩ (জেনারেল)-র মধ্যে হওয়া প্রয়োজন ৷ তবে SC/ST-র ক্ষেত্রে এই বয়সসীমা ৩৮ এবং OBC-দের ক্ষেত্রে বয়সসীমা হল ৩৬ ৷


এই পদের জন্য আবেদনকারীকে ন্যূনতম কোনও সরকারি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয় স্নাতক এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ে ডিপ্লোমা/ সার্টিফিকেটের ( অন্তত এক বছরের) প্রয়োজন ৷ কোনও নামী প্রতিষ্ঠানে ডেটা এন্ট্রি / কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজ করার অভিজ্ঞতা থাকাও দরকার ৷ BCA/B.Sc. IT/ Graduate in IT বা Aircraft Maintenance Engineering (AME)-তে ডিপ্লোমা সার্টিফিকেট থাকাটাও আবশ্যিক ৷ এভিয়েশন সেক্টরে সফটওয়ারের কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকলে ভাল ৷


ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য আবেদনকারীদের এই ঠিকানায় পৌঁছতে হবে-- Human Resources Department, MRO, Nagpur, Plot No.1, Sector 9, Notified Area of SEZ, (খাপরি রেল স্টেশনের কাছে)সেখানে সব ডকুমেন্টস নিয়ে যাওয়ার পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্ম ভর্তি করা এবং ১০০০ টাকার ডিমান্ড ড্রাফ্ট “Air India Engineering Services Limited”-এর নামে জমা দিতে হবে ৷ SC/ ST/ Ex-Serviceman-দের জন্য এই ফি ছাড় দেওয়া হয়েছে ৷