আধার সংক্রান্ত বিষয়ে অত্যন্ত জরুরি খবর ৷ এখন কোনও ভয় বা টেনশনের কিছু নেই কেননা মোবাইল নম্বর নথিভুক্ত না করলেও আধার কার্ড ডাউনলোড করা সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
2/ 10
আধার নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এই পদক্ষেপ সেই সমস্ত মানুষের জন্য নিয়েছে যাঁরা নিজেদের মোবাইল নম্বর আধারের সঙ্গে সংযুক্ত করেননি ৷ প্রতীকী ছবি ৷
3/ 10
কীভাবে আধার ডাউনলোড করবেন জেনে নিন ৷ প্রতীকী ছবি ৷
4/ 10
সর্বপ্রথম UIDAI-এর আধিকারিক ওয়েবসাইটে গিয়ে মাই আধার ট্যাপ করতে হবে ৷ এরপরে 'অর্ডার আধার পিবিসি কার্ড'-এ গিয়ে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
5/ 10
সেখানে ১২ সংখ্যার আধার নম্বর দিতে হবে ৷ ১২ সংখ্যার আধার নম্বরের বদলে ১৬ সংখ্যার ভার্চুয়াল আধার নম্বরও দিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
6/ 10
এই প্রক্রিয়ার পরে ক্যাপচা নম্বর দিতে হবে ৷ যদি রোজিস্টার্ড নম্বর ছাড়াই আধার নম্বর ডাউনলোড করতে চান তবে আমার মোবাইল নম্বর নথিভুক্ত নেই (My Mobile Number is not registered) অপশনে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 10
তারপরে বিকল্প নম্বর বা মোবাইল ফোন নম্বর দিতে হবে ৷ তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 10
তারপরেই নিয়ম বা শর্ত চেকবক্স দেখে নিয়ে সাবমিটে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 10
নতুন পেজে রিডায়রেক্ট করতে হবে ৷ রিপ্রিন্টিং-এর ভেরিফিকেশনের জন্য প্রিন্ট প্রিভিউ আধার লেটারের বিকল্প পাবেন ৷ প্রতীকী ছবি ৷
10/ 10
অবশেষে সমস্ত মুশকিলের আসান অতি সহজেই হবে, মেক পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷