

দেশের সব থেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টাকা পয়সার লেনদেনে বড়সড় নিয়মের বদল নিয়ে এসেছে ৷ প্রতীকী ছবি ৷


স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে কেউ অন্য কারোর হয়ে টাকা জমা দিতে পারবেনা না ৷ এমনকী সন্তানও বাবা বা ময়ের হয়ে এই কাজটি করতে পারবেন না ৷ প্রতীকী ছবি ৷


গ্রাহক পরিষেবায় জোর দিতেই স্টেট ব্যাঙ্কের নতুন উদ্যোগ ৷ এবার থেকে এসবিআইয়ের দেশের যেকোনও শাখা থেকে অন্য শাখায় সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন গ্রাহকেরা ৷ সে যতই হোক না টাকার অঙ্ক ৷ প্রতীকী ছবি ৷


এসবিআইয়ে যাঁদের অ্যাকাউন্ট আছে তাঁরা যদি মিনিমাম বা ন্যূনতম ব্যালান্স বজায় রাখেন সেক্ষেত্রে ATM কার্ড দিয়ে মাসে যতখুশি তত টাকা তুলতে বা জমা দিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷


প্রসঙ্গত রিজার্ভ ব্যাঙ্ক দেশের প্রথম সারির সমস্ত ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে একটি নির্দিষ্টি সংখ্যক বিনামূল্যে লেনদেনের সুবিধা গ্রাহকদের দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷