প্রত্যেকেরই স্বপ্ন তাঁর সন্তানের ভবিষ্যত সুন্দর ও সুস্থির যাতে হয় ৷ গ্রাহকদের সুখবর দিত ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি এমনই এক পলিসি নিয়ে বাজারে এসেছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 8
নিউ চিলড্রেন মানি ব্যাক পলিসিতে শিশুর ভবিষ্যত আরও নিশ্চিত ও সুন্দর হয় ৷ প্রতীকী ছবি ৷
3/ 8
এই পলিসির বিশেষ বিষয়গুলি একনজরে দেখে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
4/ 8
এই বিমার ক্ষেত্রে ন্যূনতম বয়স ও সর্বাধিক ১২ বছর ৷ কমপক্ষে ১,০০,০০ টাকা জমা রাখতে পারে তবে সর্বাধিক কোনও সীমা নেই ৷ রয়েছে বেশ কিছু সুবিধাও ৷ প্রতীকী ছবি ৷
5/ 8
পলিসি ধারকদের বয়স হতে হবে ১৮, ২০ ও ২২ বছর ৷ তবেই ২০ শতাংশ টাকা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
6/ 8
ম্যাচিউরিটির সময় (পলিসি ধারকের কোনও মৃত্যু না হলে) পলিসি ধারকেরর বিমার টাকা বেঁচে থাকা বোনাসের সঙ্গে পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
7/ 8
মৃত্যু পরবর্তী পলিসি ধারকের বিমার টাকা ছাড়া আলাদা টাকা সঙ্গে বোনাস ও অন্তিম অতিরিক্ত বোনাস দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 8
এই পলিসিতে ডেথ বেনিফিট প্রিমিয়াম পেমেন্টের ১০৫ শতাংশের থেকে কম নয় ৷ প্রতীকী ছবি ৷