Home » Photo » business » 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিশাল খবর! DA বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বাড়বে ২৩২,১৫২ টাকা? ঝালিয়ে নিন পাটিগণিত
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিশাল খবর! DA বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বাড়বে ২৩২,১৫২ টাকা? ঝালিয়ে নিন পাটিগণিত
7th Pay Commission|Narendra Modi Government Employees DA Hike|Modi Government DA Hike|Central Government Employees DA Hike|DR Hike for Pensioners|Business: ৩ শতাংশ ডিএ মার্চে বৃদ্ধি পেতে পারে
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফেব্রুয়ারি মাস অত্যন্ত খুশির ৷ সারা দেশজুড়ে প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বড় খবর কেননা মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ফলে বাড়তে পারে বেতনও ৷ প্রতীকী ছবি ৷
2/ 8
বেতনে প্রায় ৯০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে ৷ এই বৃদ্ধি (Dearness Allowance) রূপে হবে ৷ একনজরে দেখে নেওয়া যাক কী ধরনের পাটিগণিত রয়েছে এর মধ্যে ৷ প্রতীকী ছবি ৷
3/ 8
সূত্রের খবর খবর ডিএ বৃদ্ধির ঘোষণা মার্চের শেষ পর্যন্ত হতে পারে ৷ জানুয়ারি ২০২২ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধি নিশ্চিত ৷ কর্মচারীদের ডিএ ৩১ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশ হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 8
AICPI-এর সূত্র অনুযায়ী ডিসেম্বর ২০২১ পর্যন্ত যা তথ্য এসেছে তাতে মহার্ঘ ভাতা ৩৪.০৪ শতাংশতে পৌঁছেছে ৷ ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পরে যাদের বেসিক স্যালারি ১৮,০০০ টাকা তাঁরা বছরে পাবেন ৭৩,৪৪০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
5/ 8
ন্যূনতম বেসিক স্যালারি ১৮,০০০ টাকা, নতুন ডিএ (৩৪ শতাংশ) ৬,১৮০ টাকা প্রতি মাসে, এখনও পর্যন্ত ডিএ (৩১ শতাংশ ) ৫,৫৮০ টাকা প্রতি মাসে ৷ প্রতীকী ছবি ৷
6/ 8
মোট মহার্ঘ ভাতা বেড়েছে ৬,১২০ টাকা-৫,৫৮০ টাকা=৫৪০ টাকা প্রতি মাসে ৷ বার্ষিক বৃদ্ধি ৫৪০X১২= ৬,৪৮০ টাকা ৷ মোট মহার্ঘ ভাতা (DA) ৬,১২০X১২=৭৩,৪৪০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
7/ 8
যাঁদের বেসিক স্যালারি সর্বাধিক ৫৬,৯০০ টাকা ৷ নতুন মহার্ঘ ভাতা (৩৪ শতাংশ) = ১৯,৩৪৬ টাকা, এখনও পর্যন্ত যে হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কর্মীরা (৩১ শতাংশ ডিএ)=১৭,২৩৯ টাকা ৷
8/ 8
যতখানি মাসিক মহার্ঘ ভাতা বাড়ল=১৯,৩৪৬-১৭,২৩৯ টাকা = ১,৭০৭ টাকা প্রতি মাসে, মোট মহার্ঘ ভাতা বৃদ্ধি হল ১৯,৩৪৬X১২=২,৩২,১৫২ টাকা ৷ প্রতীকী ছবি ৷