কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর যে সমস্ত কর্মীরা পঞ্চম বেতন কমিশনের (5th Pay Commission) অন্তর্গত বেতন পেয়ে থাকেন তাঁদের ডিএ বেড়ে ৩৮১ শতাংশ হবে ৷ যাঁরা ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) অন্তর্গত বেতন পান তাঁদের মহার্ঘ ভাতা ১৯৬ থেকে বৃদ্ধি করে ২০৩ করা হবে ৷ প্রতীকী ছবি ৷