এদিকে শুধু রেলওয়ে নয় অধ্যাপকদেরও বেতন এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে এমটা জানিয়েছেন Lucknow University Associated College Teachers Association-র প্রেসিডেন্ট ৷ তিনি বলেছেন প্রফেসার স্তরে এই বেতন বৃদ্ধি হবে ৪০ হাজার টাকা আর একদম নিচু স্তরের কর্মচারীদের ক্ষেত্রে সেটা হবে প্রতি মাসে ৭ হাজার টাকা ৷ Photo- File Photo