হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » বাড়ি থেকেই এই ১০টি উপায়ে বিপুল টাকা আয় করতে পারবেন গৃহবধূরা

New Business Ideas: বাড়ি থেকেই এই ১০টি উপায়ে বিপুল টাকা আয় করতে পারবেন গৃহবধূরা

  • 111

    New Business Ideas: বাড়ি থেকেই এই ১০টি উপায়ে বিপুল টাকা আয় করতে পারবেন গৃহবধূরা

    দিন বদলেছে। সংসার সামলেও সৎ ভাবে রোজগার করার নানা পথ খুলে যাচ্ছে। অনেক মহিলাই আবার এক সময় চাকরি করতেন, সন্তানের মুখ চেয়ে সে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। তাঁরা আবার কাজ করতে পারেন, বাড়ি থেকে, শুরু করতে পারেন নিজের ব্যবসা। করোনা অতিমারী অভ্যস্ত করে দিয়েছে বাড়ি থেকে কাজ করার প্রবণতায়। জেনে নেওয়া যাক ১০টি ব্যবসার কথা, যা মহিলারা নিজের সাধ্য মতো বাড়ি থেকে করতে পারেন—

    MORE
    GALLERIES

  • 211

    New Business Ideas: বাড়ি থেকেই এই ১০টি উপায়ে বিপুল টাকা আয় করতে পারবেন গৃহবধূরা

    ১. হেল্থ কেয়ার—
    না, হেল্থ কেয়ার মানে নার্সিং ট্রেনিংয়ের প্রয়োজন নেই। বরং যাঁরা নাচতে পারেন, যোগা করতে পারেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ ছিল এক সময়, তাঁরা আবার নতুন করে শেখানোর কাজ শুরু করতে পারেন। এখন অনলাইনেও এসব ক্লাস করা সহজ। বাড়িতে একটু জায়গা থাকলে তো কথাই নেই।
    ধ্যান, প্রাণায়াম, যোগ ব্যয়ামের ক্লাস করানো যেতে পারে। জুম্বাকেও বেছে নেওয়া যেতে পারে আর্ট ফর্ম হিসেবে।

    MORE
    GALLERIES

  • 311

    New Business Ideas: বাড়ি থেকেই এই ১০টি উপায়ে বিপুল টাকা আয় করতে পারবেন গৃহবধূরা

    ২. খাবার—
    নিজের বাড়িতে ছোট্ট একটু জায়গা, আর দারুন আইডিয়া থাকলে সাজিয়ে ফেলা যায় কাফে। চা, কফি, জলখাবারের আয়োজন রাখলে আর পরিবেশ মনোগ্রাহী হলে তরুণ প্রজন্ম আসবেই।
    আর একটু বড় করে ভাবতে চাইলে রেস্তোরাঁই খুলে ফেলা যায়।
    আর নিজের রান্নাবান্নার শখ থাকলে একেবারে নিশ্চিন্তে খুলে ফেলা যেতে পারে কেটারিং ব্যবসা। বাড়ি থেকে রান্না করে তা পৌঁছে দেওয়া যেতে পারে ছোটখাটো উৎসবে।

    MORE
    GALLERIES

  • 411

    New Business Ideas: বাড়ি থেকেই এই ১০টি উপায়ে বিপুল টাকা আয় করতে পারবেন গৃহবধূরা

    ৩. বিউটি কেয়ার—
    প্রয়োজনীয় প্রশিক্ষণ থাকলে নিজের বাড়িতেই স্পা বা সালঁ খুলে ফেলা যেতে পারে ছোট পরিসরে। নিজের সৃজনশীলতা আর প্রযুক্তিতে ভর করে নেল আর্ট স্টুডিও খোলা যেতে পারে। আজকাল এর জনপ্রিয়তা প্রবল।
    কনে সাজানোর বিষয়টিও আজকাল নতুন মাত্রা পেয়েছে। সাজগোজ ভালবাসলে এই বিষয়টিকে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া যেতে পারে।

    MORE
    GALLERIES

  • 511

    New Business Ideas: বাড়ি থেকেই এই ১০টি উপায়ে বিপুল টাকা আয় করতে পারবেন গৃহবধূরা

    ৪. লেখালিখি—
    আজকাল লেখালিখি নিয়েও কেরিয়ার গড়া যায়, সবটাই ফ্রিলান্স।
    বিভিন্ন আইটি সংস্থা নানা ধরনের লেখালিখির জন্য লেখক খোঁজে। ভাষার দখল থাকলে তা করা যেতেই পারে। বিজ্ঞাপনী সংস্থাতেও এধরনের কাজ পাওয়া যায়।
    আর নিজের খুশিতে লেখার জন্য ব্লগিং তো রয়েছেই। নিজের ব্লগ তৈরি করে নিয়ে নিজের মতামত রাখা যেতেই পারে। তা থেকে উপার্জনও হতে পারে।

    MORE
    GALLERIES

  • 611

    New Business Ideas: বাড়ি থেকেই এই ১০টি উপায়ে বিপুল টাকা আয় করতে পারবেন গৃহবধূরা

    ৫. হস্তশিল্পের ব্যবসা—
    হাতে তৈরি গয়না, শাড়ি, উপহার, কার্ড তৈরি করে ব্যবসা করা যেতে পারে।

    MORE
    GALLERIES

  • 711

    New Business Ideas: বাড়ি থেকেই এই ১০টি উপায়ে বিপুল টাকা আয় করতে পারবেন গৃহবধূরা

    ৬. পোশাকের ব্যবসা—
    নিজের একটা ফ্যাশন লেবেল তৈরি করে ফেলা যায়। প্রয়োজন শুধু সৃজনশীলতা, আর পোশাক তৈরি করার মতো দক্ষতা, বা প্রয়োজনীয় মানবসম্পদ।

    MORE
    GALLERIES

  • 811

    New Business Ideas: বাড়ি থেকেই এই ১০টি উপায়ে বিপুল টাকা আয় করতে পারবেন গৃহবধূরা

    ৭. নারী কেন্দ্রিক পণ্যের ব্যবসা—
    একান্তই মেয়েদের প্রয়োজনীয় সামগ্রীর ব্যবসা করা যেতে পারে। বাড়ি থেকে একাজ করা খুব সহজ। যেমন স্যানিটারি ন্যাপকিন, মেনস্ট্রুয়াল ক্যাপ বা অন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন হট ওয়াটার ব্যাগ, ক্র্যাম্প রোল অন। এগুলি জরুরি প্রয়োজনে প্রতিবেশীদের ঘরে পৌঁছে দিতে পারলে আরও সুবিধা হতে পারে। 

    MORE
    GALLERIES

  • 911

    New Business Ideas: বাড়ি থেকেই এই ১০টি উপায়ে বিপুল টাকা আয় করতে পারবেন গৃহবধূরা

    ৮. ওয়েব ডিজাইনিং—
    এবিষয়ে জ্ঞান থাকলে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দারুন রোজগারের পথ খুলে নেওয়া যেতে পারে।

    MORE
    GALLERIES

  • 1011

    New Business Ideas: বাড়ি থেকেই এই ১০টি উপায়ে বিপুল টাকা আয় করতে পারবেন গৃহবধূরা

    ৯. আইটি বা সফটওয়্যার—
    পড়াশোনার বিষয় আইটি বা সফটওয়্যার ডেভলপমেন্ট হলে অবশ্যই বেছে নেওয়া যেতে পারে ওয়েব বা অ্যাপ ডেভেলপমেন্টের কাজ।

    MORE
    GALLERIES

  • 1111

    New Business Ideas: বাড়ি থেকেই এই ১০টি উপায়ে বিপুল টাকা আয় করতে পারবেন গৃহবধূরা

    ১০. বুককিপিং বা অ্যাকাউন্টেন্সি—
    পড়াশোনার ক্ষেত্র কমার্স হলে নিজের বাড়িতেই একটি অ্যাকাউন্টেন্সি ফার্ম খুলে ফেলা যেতে পারে।

    MORE
    GALLERIES