

এবারের বলিউডের সেরা হোলির গান হতে চলেছে বদ্রিনাথ কি দুলহানিয়ার মুনিয়া গান ৷ এই ছবিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট ৷


ছবির নাম ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ৷ জুটিতে বলিউডের সবচেয়ে জনপ্রিয় রণবীর-দীপিকা ৷ গানটি ‘বলম পিচকারি’ ! এই গান ছাড়া হোলি পার্টি প্রায় জমেই না !


হোলির গান মানেই বলিউডে একসময় ছিল, ঢোল, পিচকারি আর আবির ৷ কিন্তু অক্ষয়-প্রিয়াঙ্কার ‘ওয়াক্ত’ ছবির গান ‘লেস্ট প্লে হোলি’ গানটি একেবারে বদলে দিল হোলি গানকে ৷ হোলির গানে নিয়ে এল রিমিক্স এফেক্টস !


প্রেম যেমন মানে বয়সের ৷ তেমনি হোলিতেও নেই কোনও বয়স ৷ প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে রং খেলায় মেতে উঠলেই হল ৷ সঙ্গে থাক বিগবি আর হেমা মালিনির জনপ্রিয় গান ‘হোলি খেলে রঘুবীরা’ ৷ ছবির নাম ‘বাগবান’ ৷


শাহরুখ-জুহি অভিনিত ‘ডর’ ছবির ‘অঙ্গ সে অঙ্গ লাগানা’ গানটি বলিউডের হোলির গানের মধ্যে হয়তো সবচেয়ে উষ্ণ গান ৷ এই গান শুনলেই শিড়ায় শিড়ায় প্রেম দৌঁড়বে নিশ্চিত !


শুধু সিলসিলা ছবিই নয়, শোলের হোলিকে দিন গানটিও হোলির গানের জনপ্রিয়তায় শীর্ষে ৷ এখনও কানে বাজে গব্বর সিংয়ের সেই কথা, বসন্তি হোলি কব হ্যায় !


তবে বলিউডে যতই গান হোক না কেন? যতই জুটি আসুক না কেন? আজও হোলি মানে সিলসিলার সেই ‘রং বরষে’ ! এক লহমায় এই গান হোলি থেকে নিয়ে যায় প্রেমের দেশে !