বুধবার শ্রীনিকেতন হওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। অন্যদিকে এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় এক ১ডিগ্রি বেশি।