বীরভূম: রবিবারের পর সোমবারও জেলার তাপমাত্রার পারদ থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাতেই কিছুটা স্বস্তিতে জেলাবাসী। পাশাপাশি আগামী দুদিন তাপমাত্রার এক থেকে দু'ডিগ্রি ওঠা নামা করবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
এই পরিস্থিতিতে শনিবার থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জেলাবাসী। ওইদিন জেলার একাধিক জায়গায় অল্প বিস্তর বৃষ্টিপাত হয়।
4/ 6
তার জেরেই তাপমাত্রার পারদ একধাক্কায় অনেকটা নেমে যায়। শনিবারের পর রবিরার রাতেও জেলার একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়।
5/ 6
তার জেরে সোমবার সকাল থেকেও জেলার তাপমাত্রা অনেকটা কমেছে। তাতেই স্বস্তিতে জেলাবাসী।
6/ 6
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই স্বস্তি খুব বেশিদিন স্থায়ী হবে না৷ বুধবার পর্যন্ত জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা৷ তারপর থেকে আবারও ক্রমেই চড়বে তাপমাত্রার পারদ। Input- Subhadip Pal
South Bengal Weather|| আকাশ ঘন কালো মেঘে ঢাকল, হাওয়া-বৃষ্টির দাপটে কতদিন তুলকালাম, রইল আপনার জেলার আপডেট
বীরভূম: রবিবারের পর সোমবারও জেলার তাপমাত্রার পারদ থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাতেই কিছুটা স্বস্তিতে জেলাবাসী। পাশাপাশি আগামী দুদিন তাপমাত্রার এক থেকে দু'ডিগ্রি ওঠা নামা করবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
South Bengal Weather|| আকাশ ঘন কালো মেঘে ঢাকল, হাওয়া-বৃষ্টির দাপটে কতদিন তুলকালাম, রইল আপনার জেলার আপডেট
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই স্বস্তি খুব বেশিদিন স্থায়ী হবে না৷ বুধবার পর্যন্ত জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা৷ তারপর থেকে আবারও ক্রমেই চড়বে তাপমাত্রার পারদ। Input- Subhadip Pal