মাত্র এক বছরের মধ্যে কারও ভাগ্য এইভাবে বদলে যেতে পারে তা ভুবন বাদ্যকরকে না দেখলে টের পাওয়া মুশকিল। গত বছর ঠিক এই সময় ভবন বাদ্যকর গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতেন কাঁচা বাদাম। আর আজ এই ভুবন বাদ্যকর রয়েছেন রাজমহলের মত বাড়িতে, ব্যবহার করছেন আইফোন ১৩। (Image & Story: Madhab Das)