*বাঁকুড়া জেলায় বেশ কয়েকদিন ধরেই উষ্ণতা বাড়ছিল। আজ মঙ্গলবার তার ব্যতিক্রম। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। ফাইল ছবি।
2/ 9
*আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালবাসার দিন। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা একসঙ্গে কমে যথাক্রমে ১২ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
3/ 9
*আগামী দু-দিন একই রকম থাকবে চিত্র। দু'দিন পর থেকে আবারও ঊর্ধ্বমুখী হবে পারদ। ফাইল ছবি।
4/ 9
*৬টা ১৫ মিনিটে সূর্যোদয় হলেও মুখ ভারী আকাশের। আশপাশ উজ্জ্বল হতে শুরু করে সকাল ৭টা ২০ মিনিট নাগাদ। ভ্যালেন্টাইন্স ডে-র আমেজ নিতে আবহাওয়া আজ বাধা নয়, এ কথা স্পষ্ট আজ সকাল থেকেই। ফাইল ছবি।
5/ 9
*অসংখ্য মানুষ বহুদিন আগে থেকেই আজকের দিনটা প্ল্যান করে রাখেন। সেই রকমই বাঁকুড়া জেলার আবহাওয়াও তালে তাল মিলিয়ে রং বদলাল আজ। ফাইল ছবি।
6/ 9
*আজ সারাদিন উজ্জ্বল থাকবে। অতিবেগুনী রশ্মির পরিমাণ থাকবে অনেকটা কম। ৮ কিলোমিটার বেগে দক্ষিণ-পূর্বে বইবে মিষ্টি হাওয়া। বাতাসে আর্দ্রতা থাকবে তুলনামূলকভাবে বেশ কম, যার সূচক ৫৩%। ফাইল ছবি।
7/ 9
*আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। উষ্ণতা বাড়তে পারে দু'দিন পর থেকেই, এমনটাই জানা যাচ্ছে। আবহাওয়ার কারচুপির সাথে সমন্বয় স্থাপন করে নিয়েছে বাঁকুড়া জেলা। ফাইল ছবি।
8/ 9
*কখনও ঠান্ডা, কখনও গরম...এই কথাটা এখন সাধারণে পরিণত হয়েছে। আবহাওয়া বদলের জ্বরের হাত থেকেও রক্ষা পেয়েছেন অনেকেই। ধীরে ধীরে রাজ্যে তথা জেলায় প্রবেশ করবে গ্রীষ্ম কাল। তার অপেক্ষাতেই এখন বাঁকুড়াবাসী। ফাইল ছবি।
9/ 9
*তবুও লাস্ট উইকেটের লড়াকু ব্যাটিং করেই চলেছে এই বছরের শীত কাল। হার না মেনে এখনও ধরে রেখেছে তার আমেজ, কিন্তু কতদিন? সেটাই প্রশ্ন... ফাইল ছবি।
*আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালবাসার দিন। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা একসঙ্গে কমে যথাক্রমে ১২ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
*৬টা ১৫ মিনিটে সূর্যোদয় হলেও মুখ ভারী আকাশের। আশপাশ উজ্জ্বল হতে শুরু করে সকাল ৭টা ২০ মিনিট নাগাদ। ভ্যালেন্টাইন্স ডে-র আমেজ নিতে আবহাওয়া আজ বাধা নয়, এ কথা স্পষ্ট আজ সকাল থেকেই। ফাইল ছবি।
*আজ সারাদিন উজ্জ্বল থাকবে। অতিবেগুনী রশ্মির পরিমাণ থাকবে অনেকটা কম। ৮ কিলোমিটার বেগে দক্ষিণ-পূর্বে বইবে মিষ্টি হাওয়া। বাতাসে আর্দ্রতা থাকবে তুলনামূলকভাবে বেশ কম, যার সূচক ৫৩%। ফাইল ছবি।
*আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। উষ্ণতা বাড়তে পারে দু'দিন পর থেকেই, এমনটাই জানা যাচ্ছে। আবহাওয়ার কারচুপির সাথে সমন্বয় স্থাপন করে নিয়েছে বাঁকুড়া জেলা। ফাইল ছবি।
*কখনও ঠান্ডা, কখনও গরম...এই কথাটা এখন সাধারণে পরিণত হয়েছে। আবহাওয়া বদলের জ্বরের হাত থেকেও রক্ষা পেয়েছেন অনেকেই। ধীরে ধীরে রাজ্যে তথা জেলায় প্রবেশ করবে গ্রীষ্ম কাল। তার অপেক্ষাতেই এখন বাঁকুড়াবাসী। ফাইল ছবি।