আজ রবিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ১৮ ডিগ্রী। দিনভর উত্তর - পূর্বে ৫ কিমি বেগে বাতাস বয়েছে। বেলা ৯ টা থেকে ৩ টে পর্যন্ত অতিবেগুনি রশ্মির মান কম ছিল। বায়ুর গুণগত মান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গেছে , যার সূচক এখন ৩০৪ । এই মান ৫০ এর নিচে থাকলে বায়ুর মান ভালো বলে গণ্য করা হয়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মান ৭৯% ছুঁয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা এখন নেই বললেই চলে। Input- Nilanjan Banerjee