হোম » ছবি » বাঁকুড়া » বাঁকুড়া জেলার ওয়েদার আপডেটে দেখে নিন কেমন হচ্ছে আবহাওয়ার বদল

Weather Update Bankura: বাঁকুড়া জেলার ওয়েদার আপডেটে দেখে নিন কেমন হচ্ছে আবহাওয়ার বদল

  • Bangla Digital Desk
  • Hyperlocal

  • 14

    Weather Update Bankura: বাঁকুড়া জেলার ওয়েদার আপডেটে দেখে নিন কেমন হচ্ছে আবহাওয়ার বদল

    বাঁকুড়া: যত দিন এগোচ্ছে আসতে আসতে ততই বাক্সবন্দি হচ্ছে গরম পোশাক। শীতের দম ফুরিয়ে এসেছে। দু-দিন আগে পর্যন্ত লেপ তোষকের ব্যবহার করতে হয়েছিল বাঁকুড়াবাসীকে কিন্তু এখন আর সেটা আপাতত উঠিয়ে দেওয়া হয়েছে আলমারির মাথায়। বাড়ছে গরম, রাতেও তুলনামূলক ভাবে বেড়েছে তাপমাত্রা।

    MORE
    GALLERIES

  • 24

    Weather Update Bankura: বাঁকুড়া জেলার ওয়েদার আপডেটে দেখে নিন কেমন হচ্ছে আবহাওয়ার বদল

    আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই আকাশ পরিষ্কার ছিল না। যত বেলা বাড়বে তত পরিষ্কার হবে আকাশ এমনটাই পূর্বাভাস আপাতত। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস।

    MORE
    GALLERIES

  • 34

    Weather Update Bankura: বাঁকুড়া জেলার ওয়েদার আপডেটে দেখে নিন কেমন হচ্ছে আবহাওয়ার বদল

    ধীরে ধীরে পার হয়েছে শীতের সব উৎসব। তাই এবার যেন আর মন টিকছে না শীতকালের। প্রতিদিন একটু একটু করে বেড়েই চলেছে তাপমাত্রা। রাতের দিকে যে সামান্য শীতলতার অনুভূতি টিকে রয়েছে সেটাও মুছে যাবে খুব তাড়াতাড়ি, এমনটাই আপাতত ওয়েদার আপডেট। পারদের ঊর্ধ্বমুখী যাত্রা এবার হবে লাফিয়ে লাফিয়ে৷ 

    MORE
    GALLERIES

  • 44

    Weather Update Bankura: বাঁকুড়া জেলার ওয়েদার আপডেটে দেখে নিন কেমন হচ্ছে আবহাওয়ার বদল

    আজ রবিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ১৮ ডিগ্রী। দিনভর উত্তর - পূর্বে ৫ কিমি বেগে বাতাস বয়েছে। বেলা ৯ টা থেকে ৩ টে পর্যন্ত অতিবেগুনি রশ্মির মান কম ছিল। বায়ুর গুণগত মান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গেছে , যার সূচক এখন ৩০৪ । এই মান ৫০ এর নিচে থাকলে বায়ুর মান ভালো বলে গণ্য করা হয়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মান ৭৯% ছুঁয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা এখন নেই বললেই চলে। Input- Nilanjan Banerjee

    MORE
    GALLERIES