বাঁকুড়া জেলায় গরম নতুন কিছু নয় তবে এই বছর গরমের দাবদাহ যেন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। গরমের প্রথম ইনিংসটি ছিল অস্বাভাবিক তাপপ্রবাহের পরিপূর্ণ এবং দাবদাহে ভরা। তবে প্রতিবারই রক্ষা করতে এগিয়ে এসেছে ঝড় বৃষ্টি। বিক্ষিপ্তভাবে গরমের মধ্যেখানে বৃষ্টির পরিমাণটা কিছুটা কম এই বছর। ধারাবাহিকভাবে ঝড় বৃষ্টির এখনও দেখা নেই জেলায়। প্রতিবেদন- নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়