হোম » ছবি » বাঁকুড়া » মুখ-চোখ ঢেকে বার হওয়ার নির্দেশ, তাপের তাণ্ডবের পাশে কী বৃষ্টিও? লেটেস্ট আপডেট

Weather Update Bankura: মুখ-চোখ ঢেকে বার হওয়ার নির্দেশ, তাপের তাণ্ডবের পাশে কী বৃষ্টিও? লেটেস্ট আবহাওয়ার খবর

  • 15

    Weather Update Bankura: মুখ-চোখ ঢেকে বার হওয়ার নির্দেশ, তাপের তাণ্ডবের পাশে কী বৃষ্টিও? লেটেস্ট আবহাওয়ার খবর

    গ্রীষ্ম আসার আগেই গরমে ধুঁকছে সমগ্র বাঁকুড়া জেলা। সকালের মনোরম আবহাওয়া বেলা বাড়তেই অসহ্য হয়ে পড়ছে নিমেষে। ঠিক যেন চুল্লিতে প্রবেশ করেছে সমগ্র জেলা। সূর্যের নীচে বেলা ১০টার পর থেকে গায়ে অনুভূত হচ্ছে তাপপ্রবাহ।

    MORE
    GALLERIES

  • 25

    Weather Update Bankura: মুখ-চোখ ঢেকে বার হওয়ার নির্দেশ, তাপের তাণ্ডবের পাশে কী বৃষ্টিও? লেটেস্ট আবহাওয়ার খবর


    সকালের মনোরম শীতল হাওয়া বেলা গড়াতেই গরম "লু"-তে পরিণত হচ্ছে। এই "লু" পথচারীদের সমগ্র শক্তি শুষে নিচ্ছে এক লহমায়। সূর্যের প্রচন্ড তেজে উন্মুক্ত রাস্তাঘাট গরম হয়ে ছড়াচ্ছে তাপ। এই চিত্র দেখা যাচ্ছে বাঁকুড়া জেলায়। জেলা জুড়ে বিগত দুই থেকে তিন দিন ধরে বেলা বাড়লেই শুরু হচ্ছে সূর্যের তাণ্ডব।

    MORE
    GALLERIES

  • 35

    Weather Update Bankura: মুখ-চোখ ঢেকে বার হওয়ার নির্দেশ, তাপের তাণ্ডবের পাশে কী বৃষ্টিও? লেটেস্ট আবহাওয়ার খবর

    ১০ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ভয়াবহ তাপপ্রবাহ এবং দাবদাহ এর আশঙ্কা সমগ্র বাঁকুড়া জেলা জুড়ে। আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। একটু বেলা বাড়তেই সেই তাপমাত্রা পৌঁছে যাবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এই সপ্তাহেই চল্লিশ পার করার সম্ভাবনা রয়েছে।

    MORE
    GALLERIES

  • 45

    Weather Update Bankura: মুখ-চোখ ঢেকে বার হওয়ার নির্দেশ, তাপের তাণ্ডবের পাশে কী বৃষ্টিও? লেটেস্ট আবহাওয়ার খবর

    জেলা জুড়ে বেলা এগারোটার পর থেকেই শুরু হচ্ছে লু। গরম বাতাসে নিশ্বাস প্রশ্বাস নেওয়া দায় হয়ে পড়ছে জেলার মানুষের। পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহে আরও অবনতি হবে অবস্থার। প্রতিদিন এক থেকে দুই ডিগ্রি করে বাড়বে তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা খুব কম বলেই জানা যাচ্ছে তবে দুপুর দুটোর দিকে বাঁকুড়া জেলা বিক্ষিপ্ত ভাবে সামান্য মেঘলা থাকবে বলে জানা যাচ্ছে।

    MORE
    GALLERIES

  • 55

    Weather Update Bankura: মুখ-চোখ ঢেকে বার হওয়ার নির্দেশ, তাপের তাণ্ডবের পাশে কী বৃষ্টিও? লেটেস্ট আবহাওয়ার খবর

    আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ছয়টায়। সারাদিন জেলার উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রায় বারো কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে বাতাস। এই বাতাস বেলা বাড়লেই উত্তপ্ত হয়ে উঠবে তাই চোখ মুখ ঢেকে রাখলেই পাওয়া যাবে রেহাই। বাতাসে কমে গিয়েছে আর্দ্রতার পরিমাণ, মাত্র ৩৮ শতাংশ। ঘাম কম হচ্ছে তাই বার বার জলপান করতে হবে।

    MORE
    GALLERIES