জেলা জুড়ে বেলা এগারোটার পর থেকেই শুরু হচ্ছে লু। গরম বাতাসে নিশ্বাস প্রশ্বাস নেওয়া দায় হয়ে পড়ছে জেলার মানুষের। পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহে আরও অবনতি হবে অবস্থার। প্রতিদিন এক থেকে দুই ডিগ্রি করে বাড়বে তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা খুব কম বলেই জানা যাচ্ছে তবে দুপুর দুটোর দিকে বাঁকুড়া জেলা বিক্ষিপ্ত ভাবে সামান্য মেঘলা থাকবে বলে জানা যাচ্ছে।
আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ছয়টায়। সারাদিন জেলার উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রায় বারো কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে বাতাস। এই বাতাস বেলা বাড়লেই উত্তপ্ত হয়ে উঠবে তাই চোখ মুখ ঢেকে রাখলেই পাওয়া যাবে রেহাই। বাতাসে কমে গিয়েছে আর্দ্রতার পরিমাণ, মাত্র ৩৮ শতাংশ। ঘাম কম হচ্ছে তাই বার বার জলপান করতে হবে।