*রাতে বেড়েছে গরম। আবার সকাল থেকে কুয়াশায় আবৃত বাঁকুড়া শহর। কুয়াশায় দেখা যাচ্ছে না আশপাশ। শীত শেষে আবার আগমন হল কুয়াশায়। বেশ কয়েকদিন তাপমাত্রা বাড়ার সঙ্গে বায়ুতে আর্দ্রতা বেড়েছে, যার জেরে দেখা যাচ্ছে কুয়াশা। আর এই কুয়াশাই কাল হয়েছে আলু চাষী এবং আম ফলনকারীদের জন্য। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। ফাইল ছবি।