*ধারাবাহিকতা বজায় রেখে বেশ কয়েকদিন বাড়ছিল তাপমাত্রা, তবে গতকাল থেকে ফের নামতে শুরু করেছে তাপমাত্রার সূচক। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। ফাইল ছবি।
2/ 8
*বিগত বেশ কয়েকদিন ধারাবাহিকতা বজায় রেখে চলছিল রাত থেকে ভোর পর্যন্ত শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছিল, ১৩-১৪ ডিগ্রির মধ্যে। ফাইল ছবি।
3/ 8
*আজ বুধবার তার ব্যতিক্রম। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস গতকালের তুলনায় ১ ডিগ্রি কম। তার সঙ্গে দানা বেঁধেছে বৃষ্টির সম্ভাবনা, যদিও সেটা সীমাবদ্ধ আপাতত উত্তরবঙ্গে। ফাইল ছবি।
4/ 8
*শীতের শেষের পর্যায়ে দিন বড় হতে শুরু করেছে এবং তার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রার মার্জিন বৃদ্ধি পেয়েছিল যদিও গতকাল এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পড়ে গেছে বেশ কয়েক ডিগ্রি। ফাইল ছবি।
5/ 8
*আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের মতোই। রোদের উজ্জ্বলতাও থাকবে বেশ কড়া। আগামী কয়েকদিন এ বার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
6/ 8
*আজ বুধবার রবির উদয় ৬:১৭ তে হয়েছে এবং আকাশ যথেষ্ট পরিষ্কার থাকবে বলেই অনুমান। দৃশ্যমানতা একদম পরিষ্কার। বেলা ৯টা থেকে দুপুর ৩ তে পর্যন্ত অতিবেগুনি রশ্মির পরিমাণ কম দেখা যাবে। দক্ষিণ পূর্ব ৭ কিমি বেগে উত্তরে বাতাস বইবে বলে জানা যাচ্ছে। ফাইল ছবি।
7/ 8
*বাঁকুড়া শহরের বায়ু বর্তমানে অত্যন্ত দূষিত এবং আজ তার অঙ্ক ২৩৭ ছুঁয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬১% । ফাইল ছবি।
8/ 8
*আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরই শীত ভ্যানিশ। বৃষ্টির আগমন হলে পরিবর্তন হতে পারে ইকুয়েশন। আপাতত অবশিষ্ট শীতের আমেজ অনুভব করতে ব্যস্ত বাঁকুড়াবাসী। ফাইল ছবি।
*আজ বুধবার তার ব্যতিক্রম। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস গতকালের তুলনায় ১ ডিগ্রি কম। তার সঙ্গে দানা বেঁধেছে বৃষ্টির সম্ভাবনা, যদিও সেটা সীমাবদ্ধ আপাতত উত্তরবঙ্গে। ফাইল ছবি।
*শীতের শেষের পর্যায়ে দিন বড় হতে শুরু করেছে এবং তার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রার মার্জিন বৃদ্ধি পেয়েছিল যদিও গতকাল এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পড়ে গেছে বেশ কয়েক ডিগ্রি। ফাইল ছবি।
*আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের মতোই। রোদের উজ্জ্বলতাও থাকবে বেশ কড়া। আগামী কয়েকদিন এ বার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
*আজ বুধবার রবির উদয় ৬:১৭ তে হয়েছে এবং আকাশ যথেষ্ট পরিষ্কার থাকবে বলেই অনুমান। দৃশ্যমানতা একদম পরিষ্কার। বেলা ৯টা থেকে দুপুর ৩ তে পর্যন্ত অতিবেগুনি রশ্মির পরিমাণ কম দেখা যাবে। দক্ষিণ পূর্ব ৭ কিমি বেগে উত্তরে বাতাস বইবে বলে জানা যাচ্ছে। ফাইল ছবি।
*আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরই শীত ভ্যানিশ। বৃষ্টির আগমন হলে পরিবর্তন হতে পারে ইকুয়েশন। আপাতত অবশিষ্ট শীতের আমেজ অনুভব করতে ব্যস্ত বাঁকুড়াবাসী। ফাইল ছবি।