আমরা কেউই বোধহয় ঠিক সময়ে মেসেজ করে রিপ্লাই না পেলে মাথা ঠিক রাখতে পারি না, আজকাল এই ঘটনা থেকে অনেক সময় সম্পর্কের মধ্যেও সন্দেহ প্রবেশ করে। নিরাপত্তাহীনতা, সন্দেহ এবং অবিশ্বাসের অনুভূতি প্রায়শই অনেক বন্ধুত্ব বা এমনকী ভালোবাসার সম্পর্কও নষ্ট করে দেয়। কেউ হয় তো আমাদের উত্তর দেয়নি, তার নিশ্চয়ই অন্তর্নিহিত কারণ থাকতে পারে (Astrology)। হতেই পারে তারা সম্পর্কে বা কথা বলতে আগ্রহ হারিয়ে ফেলেছে, স্রেফ নার্ভাসনেসের কারণে বা ব্যস্ত থাকায় উত্তর দিতে পারছে না। এবারে এখন জেনে নেওয়া যাক কোন রাশির (Zodiacs) মানুষদের মধ্যে টেক্সট ব্যাক না করার প্রবণতা বেশি থাকে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ১৯।
মেসেজের উত্তর দেওয়ার এঁদের ক্ষেত্রে বেশ অস্বস্তিকর। মনের কথা প্রকাশ করার মতো অনেক অনুভূতিই এঁদের থাকে কিন্তু কী ভাবে মেসেজে মাধ্যমে নিজের মনের কথা অন্যের কাছে পৌঁছে দিতে হবে সে বিষয়ে বিশেষ জ্ঞান না থাকায় এঁরা খুব বিভ্রান্ত (Zodiacs) পড়েন। অত্যন্ত জেদি স্বভাবের বশে রেগে মেসেজ না করার প্রবণতাও এঁদের রয়েছে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
এঁরা কিন্তু এক দিক থেকে নিদোর্ষ। এঁরা কখনওই ইচ্ছাকৃত ভাবে কাউকে অবহেলা করেন না। আসলে এঁরা মেসেজের (Astrology) উত্তর দিতেই ভুলে যান। বিশেষ করে প্রচুর বন্ধু থাকায় তাঁদের এই সমস্যা আরও বৃদ্ধি পায়। তবে শেষমেষ নিজের ভুল বুঝতে পেরে এঁরা দেদার দুঃখিতও হন।