বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিচিতের সংখ্যা বাড়ে। কিন্তু কমতে থাকে বন্ধুর সংখ্যা। বিশেষ করে একটা বয়সের পরে নতুন করে বন্ধুত্ব হওয়া বেশ কঠিন। কিন্তু শত্রুতা হওয়া খুব কঠিন বিষয় নয়। কিন্তু কিছু মানুষের সঙ্গে শত্রুতা করাও ঠিক নয়। এরা শত্রু হলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আপনার জীবন ছারখার করে দিতে এরা দুবার ভাবে না। বিশেষ করে এই চার রাশির জাতক জাতিকাদের সঙ্গে শত্রুতা করলে ভুগতে হবে আপনাকেই।
বৃষ রাশির জাতক জাতিকারা খুব জেদি প্রকৃতির হয়। এদের ভুলেও রাগাবেন না। এদের সঙ্গে সম্পর্ক খারাপ হলে এমনিতেই এরা ভিতরে রাগ পুষে রাখে। শত্রুতা করলে এরা সাংঘাতিক হয়ে উঠতে পারে। পরে আপনিই অনুতাপ করবেন। এরা মুখে হাসি রেখেই আপনার এমন ক্ষতি করবে আপনি বুঝতে পারবেন না। আপনার জীবনে এত বড় ক্ষতি এরা করে দেবে আপনি তা সারা জীবনেও ঠিক করতে পারবেন না।