জ্যোতিষ শাস্ত্রমতে বৃষ (Taurus) রাশির জাতিকারা অত্যন্ত বুদ্ধিমতি হয়ে থাকেন ৷ একই সঙ্গে পরিশ্রমী ও সৎ-ও ৷ লক্ষ্য স্থির রেখে সেটি পূরণ করার জন্য সর্বদা উৎসুখ হয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
এই ভাবে জীবনে উন্নতিও করে থাকেন ৷ এই রাশির জাতিকারা প্রধানত পরিবারের প্রধান অর্থাৎ বাবার মুখ উজ্জ্বল করেন ৷ বাবার পরে স্বামীর জন্যও এই মেয়েরা অত্যন্ত ভাগ্যবতী বলেই প্রমাণিত হন ৷ এঁদের ভাগ্যের মাধ্যমেই বাবার ভাগ্যের চাকা খুলে যায় ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
কর্কট (Cancer) রাশির কন্যারা তাঁদের বাবার জন্য অত্যন্ত লাগি বলেই গণ্য ৷ তাঁদের জন্মের পর থেকেই পরিবারের আর্থিক পরিস্থিতি বদলাতে শুরু করে ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
বাবার আয় বাড়তে থাকে ৷ এছাড়াও এই রাশির মেয়েরা অত্যন্ত প্রতিভাবান হয়ে থাকেন ৷ কম বয়সেই সাফল্যের রুপকথায় প্রবেশ করেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
তুলা (Libra) রাশির জাতিকারা অত্যন্ত বুঝদার ও ব্যালান্সড স্বভাবের ৷ প্রতিভাসম্পন্ন থাকার ফলে সমস্ত কাজ সহজেই সম্পন্ন করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
যা একবার ভেবে নেন সেই কাজ সম্পন্ন করেন ৷ তাঁদের স্বভাব ও চরিত্র সহজেই মানুষকে আকৃষ্ট করে ৷ পরিবার ও বাবা মায়ের মান সম্মান বাঁচিয়ে রাখেন ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
শনির প্রভাবের কারণেই মকর (Capricorn) রাশির মেয়েরা অত্যন্ত প্ররিশ্রমী, সৎ ও দয়ালু প্রকৃতির হয়ে থাকেন ৷ শুধুই পরিজনই নয় বাকিদের খেয়াল রাখতে পারেন ৷ এই স্বভাবের কারণেই সবাই তাঁকে পছন্দ করেন ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
কেরিয়ার খুব ভাল হয় সেখানেও সুপ্রতিষ্ঠিত হন, নামডাক হয় অতি সহজেই ৷ লক্ষপূরণ করেই স্থির থাকেন ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
কন্যা (Virgo) রাশির জাতিকারা অত্যন্ত ইতিবাচক প্রকৃতির হয়ে থাকেন ৷ প্রতিভা দিয়েই মান সম্মান পান সবার কাছেই ৷ বাবার ভাগ্য ফিরিয়ে দেন এই রাশির জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
বাবার মান সম্মান, আয় বৃদ্ধি করে ৷ কর্মক্ষেত্রেও বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করেন ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
Disclaimer: উপরোক্ত প্রতিটি বিষয়ই নিছকই তথ্য নিউজ ১৮ বাংলা এই সমস্ত কিছু মানতে পরামর্শ দেয়না, নিজের বিচার বুদ্ধি দিয়েই জীবনে প্রয়োগ করুন ৷ প্রতীকী ছবি ৷