হোম » ছবি » জ্যোতিষকাহন » টাকাপয়সা-কেরিয়ার-প্রেমের দিক থেকে কেমন হতে চলেছে চলতি সপ্তাহটা? জেনে নিন

Weekly Horoscope: টাকাপয়সা-কেরিয়ার-প্রেমের দিক থেকে কেমন হতে চলেছে চলতি সপ্তাহটা? কী বলছে সাপ্তাহিক রাশিফল?

  • 113

    Weekly Horoscope: টাকাপয়সা-কেরিয়ার-প্রেমের দিক থেকে কেমন হতে চলেছে চলতি সপ্তাহটা? কী বলছে সাপ্তাহিক রাশিফল?

    ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। তা-হলে দেখে নেওয়া যাক, চলতি সপ্তাহটা কোন রাশির কেমন কাটতে চলেছে ৷

    MORE
    GALLERIES

  • 213

    Weekly Horoscope: টাকাপয়সা-কেরিয়ার-প্রেমের দিক থেকে কেমন হতে চলেছে চলতি সপ্তাহটা? কী বলছে সাপ্তাহিক রাশিফল?

    মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। এনার্জির মাত্রা এবং মেজাজের ক্ষেত্রে ওঠা-পড়া দেখা যাবে। ভাল চাকরির সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে জবাব দেওয়ার জন্য মনের মানুষকে জোর করা উচিত হবে না। তাঁদেরকে সময় দিতে হবে।

    MORE
    GALLERIES

  • 313

    Weekly Horoscope: টাকাপয়সা-কেরিয়ার-প্রেমের দিক থেকে কেমন হতে চলেছে চলতি সপ্তাহটা? কী বলছে সাপ্তাহিক রাশিফল?

    বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০। ব্যস্ততামুখর সময় কাটতে চলেছে। ধৈর্যের ফল মিলবে। যার ফলে আর্থিক বিষয়ে সুখবর আসতে পারে। কেরিয়ার বদল করে ব্যবসায় ঢুকতে চাইলে সেই পরিকল্পনার উন্নতি হবে।

    MORE
    GALLERIES

  • 413

    Weekly Horoscope: টাকাপয়সা-কেরিয়ার-প্রেমের দিক থেকে কেমন হতে চলেছে চলতি সপ্তাহটা? কী বলছে সাপ্তাহিক রাশিফল?

    মিথুন: মে ২১ থেকে জুন ২০। পরিবারের সঙ্গে সময় কাটবে। বাড়িঘর সংস্কার কিংবা বাড়ি বদলের পরিকল্পনা সফল হতে পারে। মসৃণ ভাবে আর্থিক উন্নতিসাধন ঘটবে। দীর্ঘ দিনের দ্বন্দ্ব-বিবাদের নিষ্পত্তি হবে।

    MORE
    GALLERIES

  • 513

    Weekly Horoscope: টাকাপয়সা-কেরিয়ার-প্রেমের দিক থেকে কেমন হতে চলেছে চলতি সপ্তাহটা? কী বলছে সাপ্তাহিক রাশিফল?

    কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। অনেক পরীক্ষার মধ্যে পড়তে হতে পারে। ফলে চাপ অনুভূত হবে। তবে এই সময় শান্ত থাকতে হবে। কারণ এই পর্যায়টা স্থায়ী হবে না। কাজ থেকে বিরতি নিয়ে নিজের জন্য কিছুটা সময় বার করতে হবে।

    MORE
    GALLERIES

  • 613

    Weekly Horoscope: টাকাপয়সা-কেরিয়ার-প্রেমের দিক থেকে কেমন হতে চলেছে চলতি সপ্তাহটা? কী বলছে সাপ্তাহিক রাশিফল?

    সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। সামনেই অপ্রত্যাশিত খরচের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এই মুহূর্তে অতিরিক্ত খরচের বিষয়ে সতর্ক হতে হবে। গুরুত্বপূর্ণ কোনও কাজ বাকি থাকলে তা শীঘ্রই শেষ হবে।

    MORE
    GALLERIES

  • 713

    Weekly Horoscope: টাকাপয়সা-কেরিয়ার-প্রেমের দিক থেকে কেমন হতে চলেছে চলতি সপ্তাহটা? কী বলছে সাপ্তাহিক রাশিফল?

    কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। মনে নেতিবাচক চিন্তাভাবনা আসতে দেওয়া যাবে না। যে কোনও পরিস্থিতিতে আশাবাদী থাকতে হবে। সম্পর্কের ক্ষেত্রে একঘেয়েমি আসতে পারে।

    MORE
    GALLERIES

  • 813

    Weekly Horoscope: টাকাপয়সা-কেরিয়ার-প্রেমের দিক থেকে কেমন হতে চলেছে চলতি সপ্তাহটা? কী বলছে সাপ্তাহিক রাশিফল?

    তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। কেউ মিথ্যা বলছে কি না, সেটা সতর্ক ভাবে যাচাই করতে হবে। আর নিজের বিশ্বাসের উপরেই আস্থা রাখতে হবে। সম্পর্কে সমস্যার উদ্রেক হতে পারে। কাজের ক্ষেত্রে দেরি হলে তা বিরক্তির কারণ হবে।

    MORE
    GALLERIES

  • 913

    Weekly Horoscope: টাকাপয়সা-কেরিয়ার-প্রেমের দিক থেকে কেমন হতে চলেছে চলতি সপ্তাহটা? কী বলছে সাপ্তাহিক রাশিফল?

    বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। ব্যবসার সম্প্রসারণ করা যেতে পারে। নয়া উদ্যোগ এবং পুরনো বিষয়গুলিকে আপডেট করে নিলেই কাঙ্ক্ষিত ফল মিলবে। ভালবাসার মানুষের সময় কাটাতে হবে। নিজের উচ্চাকাঙ্ক্ষার কারণে সেই মুহূর্তটা নষ্ট হতে দেওয়া যাবে না।

    MORE
    GALLERIES

  • 1013

    Weekly Horoscope: টাকাপয়সা-কেরিয়ার-প্রেমের দিক থেকে কেমন হতে চলেছে চলতি সপ্তাহটা? কী বলছে সাপ্তাহিক রাশিফল?

    ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আবেগপ্রবণ হয়ে পড়লে চলবে না। কারওর সঙ্গে বোঝাপড়া করার আগে নিজেকে শান্ত রাখতে হবে এবং সময় দিতে হবে। অপ্রত্য়াশিত কোনও ফোন কল আপনাকে দীর্ঘ সময় ধরে ভাবনা-চিন্তা করতে বাধ্য করবে।

    MORE
    GALLERIES

  • 1113

    Weekly Horoscope: টাকাপয়সা-কেরিয়ার-প্রেমের দিক থেকে কেমন হতে চলেছে চলতি সপ্তাহটা? কী বলছে সাপ্তাহিক রাশিফল?

    মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। হাতে যে কাজ রয়েছে, সেই কাজে অতিরিক্ত মনোযোগ দিতে হবে। এমনকী তথ্যের উপরেও মনোনিবেশ করতে হবে। ভ্রমণের পরিকল্পনা চূড়ান্ত হতে পারে, কিংবা তাতে বদলও আসতে পারে।

    MORE
    GALLERIES

  • 1213

    Weekly Horoscope: টাকাপয়সা-কেরিয়ার-প্রেমের দিক থেকে কেমন হতে চলেছে চলতি সপ্তাহটা? কী বলছে সাপ্তাহিক রাশিফল?

    কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। বড় কোনও প্রতিষ্ঠানের কাজ সফল ভাবেই শেষ হবে। ফলে বহু গুরুত্বপূর্ণ মানুষের উপর একটা প্রভাব ফেলতে পারেন। সিঙ্গলদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। তবে মন পড়ে থাকবে প্রাক্তনের দিকেই।

    MORE
    GALLERIES

  • 1313

    Weekly Horoscope: টাকাপয়সা-কেরিয়ার-প্রেমের দিক থেকে কেমন হতে চলেছে চলতি সপ্তাহটা? কী বলছে সাপ্তাহিক রাশিফল?

    মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কোনও বদভ্যাস থাকলে তা ত্যাগ করতে হবে। কেরিয়ার কিংবা দীর্ঘ মেয়াদী বিনিয়োগের বিষয়ে পরিকল্পনা করার আদর্শ সময় এটাই। কোনও চূড়ান্ত পদক্ষেপ করার আগে ভাবনা-চিন্তা করতে হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

    MORE
    GALLERIES