ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। তা-হলে দেখে নেওয়া যাক, চলতি সপ্তাহটা কোন রাশির কেমন কাটতে চলেছে ৷
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কোনও বদভ্যাস থাকলে তা ত্যাগ করতে হবে। কেরিয়ার কিংবা দীর্ঘ মেয়াদী বিনিয়োগের বিষয়ে পরিকল্পনা করার আদর্শ সময় এটাই। কোনও চূড়ান্ত পদক্ষেপ করার আগে ভাবনা-চিন্তা করতে হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)