অনেক মানুষ এমন রয়েছেন যে রাস্তায় টাকা পড়ে থাকলে তা তৎক্ষণাত তুলে নেন আবার এমনও মানুষও রয়েছেন যাঁরা এই টাকার দিকে ফিরেও তাকান না অথবা তা তুললেও কোনও মন্দিরে দান করে দেন। কিন্তু কোনওদিন কি এটা ভেবেছেন যে রাস্তায় পড়ে থাকা অর্থ আপনাকে আদৌ কোনও সংকেত (Vastu Tips | Money Found On Road) দিচ্ছে কিনা? বা দিলেও কী সঙ্কেত দিচ্ছে? চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক (Astrology)। প্রতীকী চিত্র।
বাড়ি থেকে বেরনোর সময়
বাড়ি থেকে বেরনোর সময় অর্থ পাওয়া অথবা বাড়িতে ফেরার সময় অর্থ পাওয়া এই দুটিরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। বাড়ি থেকে বেরনোর সময় টাকা পেলে তা অফিসে বা কর্মস্থলে রাখুন। কিন্তু সেই টাকা কখনোই খরচ করা উচিত নয়। অন্যদিকে, পথে পয়সা বা নোট পাওয়া গেলে তা ব্যয় করা উচিত নয় একেবারেই। প্রতীকী চিত্র।
অফিস বা কর্মক্ষেত্র থেকে ফেরার পথে টাকা কুড়িয়ে পেলে?
অন্যদিকে, অফিস, কর্মস্থল বা কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ করে বাড়ি ফেরার সময় যদি এটি পাওয়া যায় তবে শাস্ত্র (Vastu Tips)অনুসারে একে নিজের কাছে বাঁচিয়ে রাখুন। তবে, এটা মনে রাখা জরুরী যে এটার সঙ্গে উপার্জনের অর্থ অন্তর্ভুক্ত করা উচিত নয়। আসলে এর পেছনের কারণ হল, বাইরে থেকে প্রাপ্ত অর্থ (Vastu Tips | Money Found On Road) উপার্জিত টাকায় পাওয়া গেলে অপ্রয়োজনীয় খরচ বাড়তে থাকে। আপনি চাইলে ডায়েরি বা খামে মুড়ে আলাদা করে রাখতে পারেন এই টাকা। প্রতীকী চিত্র।
শুভ ইঙ্গিত টাকা কুড়িয়ে পাওয়া
জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে, কেউ যদি রাস্তায় টাকা কুড়িয়ে পান, তা হলে খুব শুভ সঙ্কেত বলে মনে করা হয়। কারণ ভারতীয় জ্যোতিষে (Vastu Tips | Money Found On Road) টাকাকে লক্ষ্মীর আর এক রূপ বলে মানা হয়। তাই যখন কেউ টাকা কুড়িয়ে পান, তখন জানতে হবে যে, তাঁর ওপর মা লক্ষ্মী কৃপা বর্ষণ করছেন। তাঁর জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা খুব শীঘ্র দূর হতে চলেছে। প্রতীকী চিত্র।
শীঘ্রই কাজ সিদ্ধ হওয়ার বার্তাবহ?
কিছু কিছু সময়ে এটি অত্যন্ত সহায়ক হতে পারে বলেও মনে করছেন জ্যোতিষরা। হয়তো জীবনে নতুন কিছু করবেন বলে ভাবছেন, তখন যদি হঠাৎ টাকা কুড়িয়ে পাওয়া যায়, তা হলে জানতে হবে যে, সেই কার্য সিদ্ধি হবেই। খুব সকালে বা ভোর বেলা যদি টাকা কুড়িয়ে পান, তা হলে জানতে হবে ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে। সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। প্রতীকী চিত্র।
টাকা–পয়সা কুড়িয়ে পেলে কী করবেন?
বলা হয় (Astrology) হঠাৎ চলার পথে টাকা পয়সা কুড়িয়ে পেলে কোনও ভাবেই তা দান করবেন না। মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ টাকাটা নিজের কাছে রেখে দিন। সেই টাকা গঙ্গাজলে ধুয়ে ঠাকুরের আসনে রেখে নিত্য পুজো করতে থাকুন। ধীরে ধীরে বুঝতে পারবেন ভাগ্য কতটা আপনার ওপর সুপ্রসন্ন হয়েছে। জীবন কতটা বদলে গিয়েছে। পরিবর্তে দান করলেই ঘটতে পারে উল্টো বিপর্যয়। প্রতীকী চিত্র।