জীবনের পরীক্ষায় অনেক সময়ই কঠোর পরিশ্রমের পরেও সাফল্যের সুলুক পাওয়া যায় না। সংসার বা কর্মক্ষেত্র অথবা পড়াশোনা যে কোনও ক্ষেত্রেই একের পর এক বাধার সম্মুখীন হতে হয়। বার বার এমন বাধায় মন ভেঙে যায়। নষ্ট হয় উদ্যম। তবে জানেন কি জ্যোতিষশাস্ত্রে এমন কিছু উপায় (Vastu Tips) বলা হয়েছে, যা মেনে চললে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে? জ্যোতিষশাস্ত্রে (Astrology) চাল সংক্রান্ত অনেক উপায় (Rice to Become Rich)বলা হয়েছে। প্রতীকী ছবি।
২) সংসারে আর্থিক সমস্যা থাকলে তা দূর করার জন্য পূজার ঘরে চাল (Rice to Become Rich) বা ধানের স্তূপ করে রাখুন। এতে ঘরে খাবার ও অর্থের অভাব হবে না। ৩) পূর্ণিমা তিথিতে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার লাল রেশমী কাপড়ে ২১ দানা চাল বেঁধে মা লক্ষ্মীর পূজা করুন। খেয়াল রাখবেন এই ২১টি দানা যাতে অখণ্ডিত থাকে, অর্থাৎ ভাঙা চাল যাতে না থাকে। পুজো শেষ হওয়ার পর সেই কাপড়টি নিজের পার্সে বা টাকা রাখার জায়গায় রেখে দিন। এই প্রতিকার করলে কখনই অর্থের অভাব হবে না। প্রতীকী ছবি।