প্রাচীন রীতি মেনে অনেকেই রোজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির প্রধান ফটকের সামনে জলের ছিটে দেন।
2/ 8
বাস্তুশাস্ত্র মতে এই নিয়ম খুবই ফলপ্রসূ এবং গুরুত্বপূর্ণ। তামার কলস থেকে জলবিন্দু ছিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে সংসারে সুখ সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি ঘটে।
3/ 8
জ্যোতিষ মতে, এই রীতি পালন করলে পরিবারের সকলের শরীরস্বাস্থ্য ভাল থাকে।
4/ 8
বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়। প্রবাহিত হয় শুভ শক্তি।
5/ 8
বাস্তুশাস্ত্র মতে, তাম্রকলসের জলে মিশিয়ে নিন এক চিমটে হলুদ। তার পর সকালে ঘুম থেকে ওঠার পর বাড়ির প্রধান ফটকে ছড়িয়ে দিন হলুদ মেশানো জল।
6/ 8
প্রচলিত বিশ্বাস, হলুদ মেশানো জল ছড়িয়ে দেওয়া হলে কোনওদিন অর্থাভাব হবে না। সংসারে দেখা দেবে না খাদ্যাভাব।
7/ 8
বাস্তুশাস্ত্র মতে, নুনজল প্রধান দরজায় ছড়িয়ে দিলও সেটি সংসারের পক্ষে শুভ। এর ফলে সকল অসুখ ও কষ্ট দূর হয় পরিবার থেকে।
8/ 8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Vastu Tips: এই দুই বিশেষ উপাদান মেশানো জল রোজ সকালে ছিটিয়ে দিন বাড়িতে প্রবেশের দরজায়, অর্থকষ্ট থাকবে না
বাস্তুশাস্ত্র মতে এই নিয়ম খুবই ফলপ্রসূ এবং গুরুত্বপূর্ণ। তামার কলস থেকে জলবিন্দু ছিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে সংসারে সুখ সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি ঘটে।