বাড়ির অবিচ্ছেদ্য অংশ সিঁড়ি। নিজের বাড়ি হলে অনেক সময়েই প্রবণতা থাকে সিঁড়িতে বাতিল জিনিস ডাঁই করে রাখা। এমনকি, সিঁড়ির নীচেও আমরা অনেক সময় অকেজো জিনিস জমিয়ে রাখি। সিঁড়ি মানেই কিন্তু ডাম্পিং গ্রাউন্ড নয়। জেনে নিন সিঁড়ির জন্য কী কী বাস্তু টিপস মানতে হবে।