হোম » ছবি » জ্যোতিষকাহন » এক চিমটে নুন বদলাতে পারে আপনার ভাগ্য! বাস্তু মেনে ব্যবহার হোক, টাকার অভাব হবে না

Salt Vastu Tips : এক চিমটে নুন বদলাতে পারে আপনার ভাগ্য! বাস্তু মেনে ব্যবহার হোক, টাকার অভাব হবে না

  • 110

    Salt Vastu Tips : এক চিমটে নুন বদলাতে পারে আপনার ভাগ্য! বাস্তু মেনে ব্যবহার হোক, টাকার অভাব হবে না

    খাবারের স্বাদ বাড়াতে আমরা সবাই বাড়িতে লবণ ব্যবহার করি। কিন্তু জানেন কি, লবণ শুধু খাবারের স্বাদ বাড়ায় না, আপনার আশপাশের নেতিবাচক অশুভ শক্তিকেও দূর করে। বাস্তুশাস্ত্র অনুসারে লবণের মাধ্যমে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। এটি বাড়িতে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।

    MORE
    GALLERIES

  • 210

    Salt Vastu Tips : এক চিমটে নুন বদলাতে পারে আপনার ভাগ্য! বাস্তু মেনে ব্যবহার হোক, টাকার অভাব হবে না

    বাস্তু মতে কোনও ধাতব পাত্রে লবণ রাখা উচিত নয়। নুন সবসময় কাচের পাত্রে রাখতে হবে। আর তাতেই ঘরে সুখ শান্তি আসবে। বাড়িতে টাকার অভাব হবে না। জেনে নিন বাস্তুশাস্ত্রে লবণের উপকার।

    MORE
    GALLERIES

  • 310

    Salt Vastu Tips : এক চিমটে নুন বদলাতে পারে আপনার ভাগ্য! বাস্তু মেনে ব্যবহার হোক, টাকার অভাব হবে না

    কর্মক্ষেত্রে দীর্ঘ দিন ধরে কোনও উন্নতি হচ্ছে না? বাস্তুশাস্ত্র অনুসারে, ঘর পরিষ্কার করার সময় জলে কিছু লবণ যোগ করুন। প্রতিদিন করতে হবে, তার মানে নেই। সপ্তাহে এক-দু’বার নুন জল দিয়ে ঘর পরিষ্কার করতে পারেন। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, এভাবে ধনসম্পদ লাভের সম্ভাবনা থাকে। সেই সঙ্গে ঘরে পজিটিভ এনার্জি আসে।

    MORE
    GALLERIES

  • 410

    Salt Vastu Tips : এক চিমটে নুন বদলাতে পারে আপনার ভাগ্য! বাস্তু মেনে ব্যবহার হোক, টাকার অভাব হবে না

    বাস্তুশাস্ত্র অনুসারে, নুন নেতিবাচক শক্তিকে ঘর থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই বাথরুমে একটি কাচের বাটিতে সামুদ্রিক লবণ রাখতে পারেন। তাতে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূরে হবে।

    MORE
    GALLERIES

  • 510

    Salt Vastu Tips : এক চিমটে নুন বদলাতে পারে আপনার ভাগ্য! বাস্তু মেনে ব্যবহার হোক, টাকার অভাব হবে না

    শিশুদের দৃষ্টি প্রতিবন্ধকতা থেকে রক্ষা করার জন্য বাস্তুশাস্ত্রে লবণের উপকারিতার কথা বলা হয়েছে। সপ্তাহে একবার জলে এক চিমটে লবণ দিয়ে শিশুকে স্নান করান। বৈজ্ঞানিক কারণেও নুন-জল দিয়ে স্নান করালে শিশুদের অ্যালার্জিজনিত রোগ হয় না।

    MORE
    GALLERIES

  • 610

    Salt Vastu Tips : এক চিমটে নুন বদলাতে পারে আপনার ভাগ্য! বাস্তু মেনে ব্যবহার হোক, টাকার অভাব হবে না

    সংসারে আর্থিক সঙ্কট দেখা দিলে লবণেই তার প্রতিকার রয়েছে বলে দাবি বাস্তুর। কাচের পাত্রে দু’চামচ লবণ ও চার-পাঁচটি লবঙ্গ ফেলে ঘরের এক কোণায় রাখুন। এমন জায়গা বেছে নিন, যা কারও চোখে পড়বে না। এর ফলে ঘরে টাকার প্রবাহ সুষ্ঠুভাবে হবে এবং দূর হবে সঙ্কট।

    MORE
    GALLERIES

  • 710

    Salt Vastu Tips : এক চিমটে নুন বদলাতে পারে আপনার ভাগ্য! বাস্তু মেনে ব্যবহার হোক, টাকার অভাব হবে না

    যদি পরিবারের কেউ প্রবল মানসিক চাপে থাকেন, বাস্তুশাস্ত্র অনুসারে এই নিয়ম মেনে দেখুন। উপকার পেতে পারে। ব্যক্তির স্নানের জলে এক চিমটে লবণ দিয়ে দিন। মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় নুন জলে স্নান করে। এছাড়াও সেই ব্যক্তির মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।

    MORE
    GALLERIES

  • 810

    Salt Vastu Tips : এক চিমটে নুন বদলাতে পারে আপনার ভাগ্য! বাস্তু মেনে ব্যবহার হোক, টাকার অভাব হবে না

    পরিবারের মধ্যে অশান্তি? প্রতিদিন ঝগড়া হচ্ছে? ঘরের সুখ শান্তি ফেরাতে ঘর ধোয়ার জন্য ব্যবহৃত জলে এক চিমটে কালো লবণ দিয়ে ঘর ধুয়ে ফেলতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে, এতে ঘরে ইতিবাচক শক্তি বাড়বে।

    MORE
    GALLERIES

  • 910

    Salt Vastu Tips : এক চিমটে নুন বদলাতে পারে আপনার ভাগ্য! বাস্তু মেনে ব্যবহার হোক, টাকার অভাব হবে না

    বাড়িতে মাঝে মধ্যেই কেউ না কেউ অসুস্থ হতে থাকলে বাস্তু মেনে নুনের ব্যবহার করুন। অসুস্থ ব্যক্তির বিছানার কাছে একটি কাচের বোতলে লবণ রাখা উচিত। প্রতি মাসে তা পরিবর্তন করুন। বাস্তুশাস্ত্র বলে, এভাবে অসুস্থ ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি হবে। ব্যক্তি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত এটি করে যাওয়া ভাল।

    MORE
    GALLERIES

  • 1010

    Salt Vastu Tips : এক চিমটে নুন বদলাতে পারে আপনার ভাগ্য! বাস্তু মেনে ব্যবহার হোক, টাকার অভাব হবে না

    Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    MORE
    GALLERIES