পণ্ডিতেরা বিশ্বাস করেন, অপরাজিতা গাছে দেবী লক্ষ্মীর অধিবাস৷ সেই কারণে বাড়িতে এই গাছ লাগাতে হয়। ভোপালের বাসিন্দা জ্যোতিষী ও বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানাচ্ছেন, অপরাজিতা গাছের সঙ্গে সম্পর্কিত কিছু বাস্তু নিয়ম এবং কোন দিকে এটি সঠিকভাবে রোপণ করলে সমৃদ্ধি আসে সংসারে।