সংসারে সুখ-শান্তি থাকুক, এমনটা প্রত্যেকেই চান। পরিবারের সদস্যদের শরীর-স্বাস্থ্য ঠিক রাখার জন্যও বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। অন্যথা হলে কিন্তু হিতে বিপরীতও হতে পারে। এ ক্ষেত্রে ঠিক কী কী মাথায় রাখবেন, জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা।
2/ 6
বাস্তু মতে, বাড়ির উত্তর-পূর্ব দিকে সিঁড়ি বা বাথরুম থাকা উচিত নয়। যদি তা থাকে, তা হলে বাড়ির যে মহিলার উপর সব দায়িত্ব থাকে, তাঁর উপর মানসিক চাপ পড়তে পারে।
3/ 6
যদি দক্ষিণে মুখ করে রান্না করা হয়, তা হলে সেই মানুষটির গাঁটের ব্যথা, হাঁটু ব্যথা হতে পারে। তাই সে বিষয়ে সতর্ক হওয়া উচিত।
4/ 6
শুধু তাই নয়। ভুল দিকে মাথা রেখে শুলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই কোন দিকে মাথা রেখে শুতে হবে, তা জেনে নেওয়া ভাল।
5/ 6
উত্তর দিকে মাথা করে শুলে মাইগ্রেন, সাইনাস বা মাথাব্যথার সমস্যা দেখা যায়। বিছানার সামনে কোনও আয়না থাকলে তা দ্রুত সরিয়ে ফেলা উচিত।
6/ 6
বিছানার সামনে আয়না থাকলে পরিবারের সদস্যরা ক্রমাগত অসুস্থ হয়ে পড়তে থাকেন।আয়নায় ঘুমন্ত মানুষের প্রতিফলন থাকা উচিত নয়।
Vastu Tips: রোগে জরাজীর্ণ হবে জীবন, আসবে বড় বিপদ! বাড়ির 'এই' জিনিসগুলি ঠিক জায়গায় আছে তো
সংসারে সুখ-শান্তি থাকুক, এমনটা প্রত্যেকেই চান। পরিবারের সদস্যদের শরীর-স্বাস্থ্য ঠিক রাখার জন্যও বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। অন্যথা হলে কিন্তু হিতে বিপরীতও হতে পারে। এ ক্ষেত্রে ঠিক কী কী মাথায় রাখবেন, জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা।
Vastu Tips: রোগে জরাজীর্ণ হবে জীবন, আসবে বড় বিপদ! বাড়ির 'এই' জিনিসগুলি ঠিক জায়গায় আছে তো
বাস্তু মতে, বাড়ির উত্তর-পূর্ব দিকে সিঁড়ি বা বাথরুম থাকা উচিত নয়। যদি তা থাকে, তা হলে বাড়ির যে মহিলার উপর সব দায়িত্ব থাকে, তাঁর উপর মানসিক চাপ পড়তে পারে।