হোম » ছবি » জ্যোতিষকাহন » সাধের ঘর সাজাতে 'এই' জিনিসগুলি রেখেছেন! বড় বিপদ ডাকছেন না তো? তালিকায় কী কী

Vastu Tips: সাধের ঘর সাজাতে 'এই' জিনিসগুলি রেখেছেন! বড় বিপদ ডাকছেন না তো? তালিকায় কী কী

  • 16

    Vastu Tips: সাধের ঘর সাজাতে 'এই' জিনিসগুলি রেখেছেন! বড় বিপদ ডাকছেন না তো? তালিকায় কী কী

    সংসারে সুখশান্তি আসুক, এমনটা সকলেই চান। তার জন্য দিন রাত পরিশ্রম করতেও কোনও দ্বিধা নেই। কিন্তু জানেন কি, নিজেদের অজান্তেই করে বসা কিছু ভুল অনেক সময় বিপদ ডেকে আনে? এমনকী ঘরে নির্দিষ্ট কিছু ছবি থাকলেও শান্তির ব্যাঘাত ঘটতে পারে। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন, বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র শর্মা।

    MORE
    GALLERIES

  • 26

    Vastu Tips: সাধের ঘর সাজাতে 'এই' জিনিসগুলি রেখেছেন! বড় বিপদ ডাকছেন না তো? তালিকায় কী কী

    ঘরে অস্তাচলে যাওয়া সূর্যের ছবি কখনও রাখতে নেই। এতে সাফল্যের পথে বাঁধা আসতে পারে। জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

    MORE
    GALLERIES

  • 36

    Vastu Tips: সাধের ঘর সাজাতে 'এই' জিনিসগুলি রেখেছেন! বড় বিপদ ডাকছেন না তো? তালিকায় কী কী

    ক্রন্দনরত বাচ্চার ছবি ঘরে ভুলেও রাখা উচিত নয়। বাস্তু অনুযায়ী, এই ধরনের ছবি থাকলে ঘরে ইতিবাচক এনার্জি আসতে পারে না। পরিবারের সদস্যদের নানা সমস্যার মুখে পড়তে হয়। সম্পর্কে বিবাদ সৃষ্টি হয়।

    MORE
    GALLERIES

  • 46

    Vastu Tips: সাধের ঘর সাজাতে 'এই' জিনিসগুলি রেখেছেন! বড় বিপদ ডাকছেন না তো? তালিকায় কী কী

    ঘরে কোনও শিকারী পশুর ছবিও রাখা ঠিক নয় বলে দাবি করে বাস্তু শাস্ত্র। এতে বাড়িতে নেতিবাচক এনার্জি বাড়ে। কলহ হয়।

    MORE
    GALLERIES

  • 56

    Vastu Tips: সাধের ঘর সাজাতে 'এই' জিনিসগুলি রেখেছেন! বড় বিপদ ডাকছেন না তো? তালিকায় কী কী

    বইতে থাকা জলের ছবিও ঘরে রাখা উচিত নয়। এতে নাকি টাকাও জলের মতো হাত থেকে বেরিয়ে যায়। রোজগারের পথ বন্ধ হয়ে যায়।

    MORE
    GALLERIES

  • 66

    Vastu Tips: সাধের ঘর সাজাতে 'এই' জিনিসগুলি রেখেছেন! বড় বিপদ ডাকছেন না তো? তালিকায় কী কী

    অনেকেই ঘর সাজানোর জন্য ডুবতে থাকা জাহাজের ছবি লাগান। কিন্তু এটি মোটেই ঠিক নয়। এই ছবি ঘুরে থাকলে দুঃখ ঘিরে ধরবে।

    MORE
    GALLERIES