হোম » ছবি » জ্যোতিষকাহন » সূর্য ডোবার পরে ভুলেও করবেন না ৬ কাজ! প্রবল অশান্তি আসবে সংসারে, তছনছ হবে জীবন

Vastu Tips: সূর্য ডোবার পরে ভুলেও করবেন না এই ৬ কাজ! প্রবল অশান্তি আসবে সংসারে, তছনছ হবে জীবন

  • 18

    Vastu Tips: সূর্য ডোবার পরে ভুলেও করবেন না এই ৬ কাজ! প্রবল অশান্তি আসবে সংসারে, তছনছ হবে জীবন

    সংসারে সুখ-শান্তি বজায় থাকুক, এমনটা সকলেই চান। কিন্তু তার জন্য বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। না হলে অজান্তেই করা কয়েকটি ভুল সংসারে অশান্তি ডেকে আনতে পারে। সূর্যাস্তের পর কয়েকটি কাজ এড়িয়ে চলা উচিত। অন্যথা হলে নানা অসুবিধার সম্মুখীন হতে হবে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ অকাল্ট সায়েন্স অ্য়ান্ড ট্রু বাস্তুর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান গুরুদেব শ্রী কাশ্যপের থেকে জেনে নিন সূর্য ডোবার পর কোন কোন কাজ করা উচিত নয়।

    MORE
    GALLERIES

  • 28

    Vastu Tips: সূর্য ডোবার পরে ভুলেও করবেন না এই ৬ কাজ! প্রবল অশান্তি আসবে সংসারে, তছনছ হবে জীবন

    মহিলাদের রাতে চুল খুলে ঘুমনো উচিত নয়। মনে করা হয়, সূর্যাস্তের পর মানুষের চারপাশে নেতিবাচক এনার্জি ঘোরাফেরা করে। মহিলারা রাতে চুল খুলে রাখলে বা আঁচড়ালে, তাঁদের জীবনে সেই এনার্জির প্রভাব পড়ে। রাতে চুল খুলে শোওয়াকে অশুভ মনে করা হয়।

    MORE
    GALLERIES

  • 38

    Vastu Tips: সূর্য ডোবার পরে ভুলেও করবেন না এই ৬ কাজ! প্রবল অশান্তি আসবে সংসারে, তছনছ হবে জীবন

    সূর্য ডোবার এঁটো থালাবাসন রান্নাঘরে রেখে দেবেন না। রান্নাঘর থাকবে পরিষ্কার। ঘুমতে যাওয়ার আগে এঁটো বাসন রেখে দিলে অর্থাভাব দেখা যায়। ধারদেনায় ডুবে থাকার সম্ভাবনা বেড়ে যায়।

    MORE
    GALLERIES

  • 48

    Vastu Tips: সূর্য ডোবার পরে ভুলেও করবেন না এই ৬ কাজ! প্রবল অশান্তি আসবে সংসারে, তছনছ হবে জীবন

    সূর্যাস্তের পর দুধ, নুন, দই বা চিনির মতো সাদা দ্রব্য কাউকে দান করবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন।

    MORE
    GALLERIES

  • 58

    Vastu Tips: সূর্য ডোবার পরে ভুলেও করবেন না এই ৬ কাজ! প্রবল অশান্তি আসবে সংসারে, তছনছ হবে জীবন

    রাতে চুল না নখ কাটা উচিত নয়। মনে করা হয়, এগুলি দুর্ভাগ্য ডেকে আনে। অনেক সময় চুল বা নখ কাটলে বাড়ি নোংরা হয়। এতে মা লক্ষ্মী রুষ্ট নয়।

    MORE
    GALLERIES

  • 68

    Vastu Tips: সূর্য ডোবার পরে ভুলেও করবেন না এই ৬ কাজ! প্রবল অশান্তি আসবে সংসারে, তছনছ হবে জীবন

    সূর্যাস্তের পর ঝাঁটা দিয়ে বাড়ি পরিষ্কার করা উচিত নয়। বাস্তু শাস্ত্র মতে, রাতে ঝাঁটা দিয়ে সাফাই করলে মা লক্ষ্মী বাড়িতে থাকেন না। এতে সংসারের শান্তি নষ্ট হয়। পরিবারের সদস্যরা নানা সমস্যার সম্মুখীন হন।

    MORE
    GALLERIES

  • 78

    Vastu Tips: সূর্য ডোবার পরে ভুলেও করবেন না এই ৬ কাজ! প্রবল অশান্তি আসবে সংসারে, তছনছ হবে জীবন

    রাতে জামাকাপড় ধুলে বা শুকোলে বাড়িতে নেতিবাচক এনার্জি প্রবেশ করে। মনে করা হয়, সূর্যাস্তের পর খোলা জায়গায় জামাকাপড় শুকোতে দিলে, সেখানে নেতিবাচক এনার্জি প্রবেশ করে।

    MORE
    GALLERIES

  • 88

    Vastu Tips: সূর্য ডোবার পরে ভুলেও করবেন না এই ৬ কাজ! প্রবল অশান্তি আসবে সংসারে, তছনছ হবে জীবন

    সেই জামাকাপড় সূর্যের আলোয় শুকোতে দিলে নেতিবাচক এনার্জি আর থাকে না। বরং ইতিবাচক এনার্জি প্রবেশ করে।

    MORE
    GALLERIES