Home » Photo » astrology » Astro Tips: নতুন বিবাহিত জুটির বিছানার চাদরের রং কী হবে? ভুল জায়গায় ভুলভাল রং জীবন দুর্বিসহ করে তুলবে, বাড়ি প্রবেশ দ্বার থেকে ডাইনিং রুম
Astro Tips: নতুন বিবাহিত জুটির বিছানার চাদরের রং কী হবে? ভুল জায়গায় ভুলভাল রং জীবন দুর্বিসহ করে তুলবে, বাড়ি প্রবেশ দ্বার থেকে ডাইনিং রুম
Astro Tips: নতুন বিবাহিত জুটির বিছানার চাদরের রং কী হবে? বাড়ি প্রবেশ দ্বার থেকে ডাইনিং রুম রং করুন এই নির্দেশ মেনেই
সমস্ত গ্রহের আলাদা আলাদা রং থাকে যা বিশেষ ভাবে জীবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রিত করে ৷ সূর্যের থেকে সাতটি রং অনেক সময়ে দেখতে পাওয়া গিয়েছে রঙের প্রয়োগ ও গুণ অনুসারী ভুল হয় সেক্ষেত্রে লাবের থেকে ক্ষতিই বেশি হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
2/ 21
বাড়ির উত্তর-পশ্চিম দিকে আকাশী বা সাদা রং করা উচিৎ ৷ এমনতি তো মানুষ বাড়ির, পোশাকের বা বিভিন্ন জিনিসপত্রের রং নিজের পছন্দ মত করেন ৷ প্রতীকী ছবি ৷
3/ 21
একটি বিষয়ে অনেকেই মনে করেন পূর্বমুখী ঘরে প্রবেশদ্বার হালকা নীল অথবা সবুজ হলে তা অত্যন্ত শুভ হয়ে থাকে ৷ বাড়ির প্রবেশের অংশ কালো রঙের বা মাটির রঙের হলে তা বিশেষ ভাবে শুভ হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
4/ 21
রান্নাঘরের রং হাল্কা গোলাপি রঙের বা সেই রঙের শেড করতে হবে ৷ অথবা কোনও গাঢ় রং প্রয়োগ করা যেতে পারে ৷ ঘরের ভিতরের সাজসজ্জার মধ্যে পর্দা, ফার্নিচার, জানলা, দরজার রং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ৷ প্রতীকী ছবি ৷
5/ 21
ডাইনিং হলে অথবা নীল রং রাখতে প্রয়োগ করতে হবে ৷ এটি পাচনক্রিয়ার ক্ষেত্রে অত্যন্ত উপযুক্ত ৷ ঠাকুর ঘরের রং হালকা হলুদ রঙের বা সাদা রঙের শেড করার প্রয়োজনীয়তা ৷ প্রতীকী ছবি ৷
6/ 21
নব বিবাহিত জুটির ঘরের রং হালকা হলুদ বা সাদা রাখতে হবে ৷ এতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক বজায় থাকে ৷ বাড়ির পরিবেশ সুখের হয় ঝগড়াঝাটির আশঙ্কা কম থাকে ৷ প্রতীকী ছবি ৷
7/ 21
এটি একটি বোঝার বিষয় যে আগে বাড়ির মেঝের রং লাল অনেকেই ব্যবহার করতেন ৷ লাল রঙের মেঝে হলে বাড়িতে সন্তান সন্তুতির সমস্যা কমে যায় ৷ তাই মনে রাখতে রাখতে হবে নতুন বিবাহিত জুটির বিছানার চাদরের রং সাদা বা হলুদ রাখা উচিৎ নয় ৷ সব থেকে ভাল লাল বা গোলাপি রঙের বিছানার চাদর ৷ প্রতীকী ছবি ৷
8/ 21
বাচ্চাদের ঘরের রং গোলাপি অথবা ক্রিম রং সর্বশ্রেষ্ঠ ৷ এই রঙের ফলে শিশুদেরপ একাগ্রতা বৃদ্ধি পায় ৷ শিশুদের ঘরের রং লাল অথবা কালো মোটেই রাখা উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
9/ 21
আসবাবের রং অবশ্যই কালো রাখা উচিৎ ৷ এমন হলে বাচ্চারা লেখাপড়ার চূড়ান্ত ফাঁকি দেয় ৷ মানসিক বৃদ্ধি কম হয় ৷ লেখাপড়ায় অমনযোগী যেমস্ত পড়ুয়ারা তাদের ঘরের রং গোলাপি রঙের শেডের মত করা উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
10/ 21
তাতে একাগ্রতা বাড়তে থাকে, লেখাপড়া না করে দুষ্টুমি করার প্রবণতা কমতে থাকে ৷ বেগুনি রঙের প্রভাব প্রত্যেকটি মানুষের দুঃখ, কষ্ট বা যন্ত্রণায় পড়ে ৷ প্রতীকী ছবি ৷
11/ 21
রোগভাগ দূর করে ৷ সিন্দুরের রং পৌরুষ বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ ভাবে উপযুক্ত ৷ নীল অথবা সবুজ রং ত্বক ভাল রাখে ৷ হলুদ রং আধ্যাত্মিকতা বৃদ্ধিতে বিশেষ ভাবে কাজে লাগে ৷ তাই বিদ্যার্থীদের বা বৈদিক বর্গের রং হলুদ রঙের হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
12/ 21
অস্ত্রোপচারের পরে সবুজ রং সেরে উঠতে বিশেষ ভাবে কাজে লাগে ৷ পেট সংক্রান্ত সমস্যার জন্য আকাশী রঙের ব্যবহার জীবনে বৃদ্ধি করতে হবে ৷ লাল রং খিদে বৃদ্ধি করে ৷ প্রতীকী ছবি ৷
13/ 21
সর্দি, কাশি, রক্তচাপ ও গলার রোগের জন্য অত্যন্ত লাভদায়ক হয় ৷ প্যারালিসিসে যাঁরা ভুগছেন তাঁদের ঘরের রং সাদা রাখা দরকার ৷ এতে ম্যাজিকের মত কাজ করে চমৎকার হয় ৷ প্রতীকী ছবি ৷
14/ 21
সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে পূর্ব থেকে দক্ষিণ দিকে কখনই নীল রং রাখা উচিৎ নয় ৷ একই সঙ্গে মনে রাখতে হবে সমুদ্র, নদী বা জল সম্পর্কিত ও কোনও পেটিং একদমই করাবেন না ৷ প্রতীকী ছবি ৷
15/ 21
একই সঙ্গে মনে রাখতে হবে কোনও হিংস্র পশু, যুদ্ধের ছবি যেন না করা যায় ৷ উত্তর থেকে পশ্চিমের দিকে লাল রং থেকে বাঁচতে হবে ৷ ছাদের রং সাদা সেটি সর্বোত্তম ৷ বেশি পরিমাণে নকশা ভয়ের সঞ্চার করে মনে রাখতে হবে ছাদের রং কখনও যেন লাল না করা হয় ৷ প্রতীকী ছবি ৷
16/ 21
উপরোক্ত তথ্যগুলি কোনও মানতে অনুরোধ বা আবেদন করেনা নিউজ ১৮ বাংলা ৷ সিদ্ধান্ত নিজের বিচার বিবেচনার উপরে নির্ভর করেই ৷ প্রতীকী ছবি ৷
17/ 21
প্রতিটি রঙের সঠিক ব্যবহার বা প্রয়োগই সমস্ত রকমের বাস্তুদোষ থেকে মুক্তি দেয় ৷ কোনও রঙের ভুল প্রয়োগই জীবন এক্কেবারে শেষ করে দেয় ৷ প্রতীকী ছবি ৷
18/ 21
আলাদা আলাদা দিকে রঙের আধিপত্য জীবনে প্রভাব বিস্তার করে ৷ বাড়িতে বা পরিবারে কোনও মাঙ্গলিক অনুষ্ঠান হলে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় বা তার পরিকল্পনা করা হয় ৷ প্রতীকী ছবি ৷
19/ 21
বাড়ির রং বা পেন্ট কোন দিকে করা হবে কীভাবে করা হবে? যাতে সংসারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় ৷ প্রতীকী ছবি ৷
20/ 21
বাড়ির পূর্বদিকে সাদা রং ও পশ্চিম দিকে নীল রং রাখা দরকার ৷ উত্তর দিকে সবুজ রং, দক্ষিণ দিকে লাল বা গোলাপি ৷ প্রতীকী ছবি ৷
21/ 21
বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে বাদামি বা গোলাপি রং রাখতে হবে ৷ বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে সবুজ রং করা উচিৎ ৷ বাড়ির উত্তর-পূর্ব দিশায় হলুদ রং করালে সুখের সঞ্চার ঘটে জীবনে ৷ প্রতীকী ছবি ৷