ঋণের বোঝা কারই বা ভাল লাগে বা কেই পছন্দ করেন কিন্তুপ কিছু করার নেই প্রয়োজনের সঙ্গে সঙ্গেই এটি জীবনের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 13
অনেকেই এমন আছেন যাঁকে মাসের মধ্যে কোনও না কোনও জিনিসপত্র EMI-এর মধ্যে মেটাতে হয় ৷ এক এক সময় এমন হয় যে ঋণের বোঝার ভারে যেন হাঁসফাঁস অবস্থা হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
3/ 13
এর পিছনে বেশ কয়েকটি কারণ বর্তমান রয়েছে, টাকা পয়সার টানাটানি, ক্ষতি, পর্যাপ্ত আয় না হওয়াটাও অন্যতম কারণ ৷ তবে এর পিছনে বাস্তুদোষই অন্যতম কারণ ৷ প্রতীকী ছবি ৷
4/ 13
ভুল বাস্তু আর্থিক ভাবে সমস্যাকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে ৷ বাস্তুদোষের কারণে ক্রমেই বাড়তে থাকে লোনের বোঝা ৷ প্রতীকী ছবি ৷
5/ 13
বাড়ির ঈশাণ কোণ অর্থাৎ উত্তর-পূর্ব কোণে বাস্তুদোষ থাকলে তবে ঋণের বোঝা ক্রমেই বাড়তে থাকে ৷ প্রতীকী ছবি ৷
6/ 13
এই দোষ বাড়ির কর্তাকে শেয়ার বাজার, জুয়া ষাট্টা ও লটারি থেকে টাকা রোজগার করার দিকে আকৃষ্ট করে ৷ ফলত নানান ধরনের ভুলভ্রান্তিতে ঋণের গভীর সাগরে ডুবে যেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
7/ 13
যদি উত্তর-পশ্চিম দিশায় বাস্তুদোষ থাকে তবে অকারণে ঋণের চক্রব্যূহতে আটকে পড়তে পারেন ৷ এমন কোনও ভুল করতে পারেন যা আর্থিক ভাবে চাপে ফেলতে পারে ৷ প্রতীকী ছবি ৷
8/ 13
এই দিশায় বাড়ির প্রধানের বিছানার দিশা থাকলে ব্যবসায় লোকসান হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
9/ 13
একই ভাবে যদি দক্ষিণ-পশ্চিম দিশায় বাস্তুদোষ থাকলে খরচ বৃদ্ধি করে ৷ ব্যক্তি নানান কারণে ধারদেনা করতে থাকেন ৷ প্রচুর সমস্যা হতে পারে ঋণের কারণে মানহানিও হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
10/ 13
বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম থাকলে এটিও ঋণের ক্ষেত্রে দায়ি হতে পারে ৷ ভাল ফল পেতে গেলে বাথরুমে একটি কাঁচের পাত্রে সমুদ্রের নুন রেখে দিতে হবে ৷ তা সময় সময়ে বদলাতে হবে ৷ প্রতীকী ছবি ৷
11/ 13
রাত্রিবেলা রান্নার বা খাওয়া দাওয়া করা এঁটো বাসন সকালের অপেক্ষায় রেখে দেওয়াটাও খারাপ লক্ষণ এতে বাড়তে পারে ঋণ ৷ প্রতীকী ছবি ৷
12/ 13
কীভাবে তাড়াতাড়ি ঋণশোধ করবেন? যদি ঋণের চক্রে আটকা পড়ে যান ও টাকা ফেরৎ দিচ্ছেন কিস্তিতে তাহলে প্রচেষ্টা করতে হবে ঋণের কিস্তি মঙ্গলবার করেই যেন দিতে হয় ৷ এমন করলে ঋণশোধ তাড়াতাড়ি হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
13/ 13
Disclaimer:প্রদত্ত তথ্য মানতে বাধ্য বা অনুরোধ করেনা নিউজ ১৮ বাংলা, তাই নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই দেখুন বা ভাবুন বা জীবনে ব্যবহারিক প্রয়োগ করুন ৷ প্রতীকী ছবি ৷