হোম » ছবি » জ্যোতিষকাহন » অবসান ঘটল সূর্য-শনি যুতির! এর প্রভাবে ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই তিন রাশির

Surya-Shani Yuti Samapt: অবসান ঘটল সূর্য-শনি যুতির! এর প্রভাবে ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই তিন রাশির জাতক-জাতিকার

  • 15

    Surya-Shani Yuti Samapt: অবসান ঘটল সূর্য-শনি যুতির! এর প্রভাবে ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই তিন রাশির জাতক-জাতিকার

    জ্যোতিষ শাস্ত্রে প্রতিটি গ্রহের বিষয়ে সবিস্তার ব্যাখ্যা উল্লিখিত রয়েছে। সেখানে এ-ও বলা রয়েছে যে, প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময়ে রাশি পরিবর্তন করে থাকে। আবার বৈদিক গণিত অনুযায়ী, যখন দুটি গ্রহ একটি রাশিতে মিলিত হয়, তখন সেই ঘটনাটিকে দুই গ্রহের সংমিশ্রণ বা গ্রহের যুতি বলা হয়। যা প্রতিটি রাশির জাতক-জাতিকার জীবনে শুভ এবং অশুভ প্রভাব ফেলতে পারে।

    MORE
    GALLERIES

  • 25

    Surya-Shani Yuti Samapt: অবসান ঘটল সূর্য-শনি যুতির! এর প্রভাবে ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই তিন রাশির জাতক-জাতিকার

    এই হিসেব অনুযায়ী, ১৫ মার্চ, ২০২৩ তারিখে শেষ হচ্ছে সূর্যদেব এবং শনিদেবের যুতি। আর ১৫ মার্চ সকালেই মীন রাশিতে প্রবেশ করেছেন সূর্য। অর্থাৎ সূর্যদেব শনিদেবের রাশি কুম্ভ থেকে বেরিয়ে বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করেছেন। আগে কুম্ভ রাশিতে শনির সঙ্গে সূর্যের যুতি তৈরি হয়েছিল। যা এবার শেষ হয়ে গেল। আর এই যুতি শেষ হওয়ার ফলে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকা শুভ সংবাদ পেতে চলেছেন। কোন রাশিগুলি এই সুফল পেতে চলেছেন, সেই বিষয়ে কথা বলছেন ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা। তাঁর মতে, সূর্য এবং শনির যুতি সমাপ্ত হওয়ার ফলে বৃষ, কর্কট এবং মকর - এই তিনটি রাশির জাতক-জাতিকারা লাভবান হতে চলেছেন। ভাগ্য খুলতে চলেছে তাঁদের।

    MORE
    GALLERIES

  • 35

    Surya-Shani Yuti Samapt: অবসান ঘটল সূর্য-শনি যুতির! এর প্রভাবে ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই তিন রাশির জাতক-জাতিকার

    বৃষ রাশি: জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য ও শনির যুতি সমাপ্ত হওয়ায় লাভবান হতে চলেছেন বৃষ রাশির জাতক-জাতিকারা। এঁরা কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা পেতে পারেন। অনেক বড় প্রজেক্টের কাজ হাতে আসতে পারে। ব্যবসায়ীদের লাভের যোগ প্রবল। ভাল কাজের সুযোগ হাতে আসবে, বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা লাভ করতে পারেন।

    MORE
    GALLERIES

  • 45

    Surya-Shani Yuti Samapt: অবসান ঘটল সূর্য-শনি যুতির! এর প্রভাবে ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই তিন রাশির জাতক-জাতিকার

    কর্কট রাশি: সূর্য আর শনির যুতি সমাপ্তি এবং সূর্যের রাশি পরিবর্তনের কারণে কর্কট রাশির জাতক-জাতিকাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা প্রবল। সরকারি চাকুরেদের পদোন্নতির যোগ রয়েছে। দীর্ঘ দিনের আর্থিক সমস্যা দূর হবে।

    MORE
    GALLERIES

  • 55

    Surya-Shani Yuti Samapt: অবসান ঘটল সূর্য-শনি যুতির! এর প্রভাবে ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই তিন রাশির জাতক-জাতিকার

    মকর রাশি: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য এবং শনির যুতির অবসান মকর রাশির জাতক-জাতিকাদের জন্যও উপকারী প্রমাণিত হতে পারে। প্রচুর অর্থ লাভ করতে পারবেন তাঁরা। দেশ ভ্রমণে বেরোনোর সম্ভাবনাও রয়েছে। এই সময় মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে সু-সংবাদ আসবে। পরিবারে দীর্ঘ দিন ধরে চলা বিবাদের অবসান ঘটবে। সমাজে সম্মান-প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। আর সব থেকে বড় কথা হল, মানসিক চাপ দূর হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

    MORE
    GALLERIES