নির্দিষ্ট সময় ছাড়া গ্রহের রাশি পরিবর্তন হয়ে থাকে ৷ তার বেশ কিছু সুপ্রভাব ও বেশ কিছু সুপ্রভাব জাতক-জাতিকাদের জীবনে পড়ে ৷ প্রতীকী ছবি ৷
2/ 21
আগামিকাল সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন, একে মেষ সংক্রান্তিও এইদিন বেশ কয়েকটি শুভ সংযোগ তৈরি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 21
জ্যোতিষ শাস্ত্রমতে মেষ সংক্রান্তির দিনে সিদ্ধি সংযোগ একসঙ্গে বিশাল বড় পরিস্থিতির সৃষ্টি করতে চলেছে ৷ ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তি ৷ প্রতীকী ছবি ৷
4/ 21
এই দিন অত্যন্ত শুভ সংযোগ তৈরি হতে চলেছে ৷ নদীতে স্থান করে ধ্যান করে দান করলে অত্যন্ত শুভ হয়, একই সঙ্গে পিতৃতর্পণ করলেও ফল ভাল পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
5/ 21
বিষ্ণুর দশ অবতারের মধ্যে অন্যতম অবতার কল্কি, চৈত্র সংক্রান্তির দিনে একসঙ্গে অনেকগুলি সংযোগ তৈরি হতে শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 21
হিন্দুশাস্ত্র মতে সূর্যকে পিতার সমনান মনে করা হয় তাই চৈত্র সংক্রান্তিতে যদি রাশি অনুযায়ী দান করতে পারেন বিশেষ ফল পেতে পারেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
7/ 21
মেষ সংক্রান্তির দিনে দরিদ্র ব্রাহ্মণদের দান করা উচিৎ ৷ স্নান করে তর্পণ করা উচিৎ, এতে পিতৃপুরুষ সন্তুষ্ট হন সহজেই ৷ প্রতীকী ছবি ৷
8/ 21
রাশি অনুযায়ী কী কী দান করবেন? কোন কোন রাশির ক্ষেত্রে ঠিক কী কী সামগ্রী দান করা সম্ভব এবার দেখে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
9/ 21
মেষ সংক্রান্তির দিনে মেষ রাশির জাতক-জাতিকারা ৷ লাল কাপড়, লাল ফুল ও মুসুর ডাল দান করুন জীবনে উন্নতি হবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 21
কুম্ভ রাশির জাতক-জাতিকারা কালো কাপড়, লোহা, তিল দান করলে হতে পারে অত্যন্ত শুভ ৷ প্রতীকী ছবি ৷
11/ 21
মীন রাশির জাতক-জাতিকারা যদি মেষ সংক্রান্তিতে হলুদ কাপড়, হলুদ, পিতলের সামগ্রী দান করেন, সেক্ষেত্রে ভাল হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
12/ 21
মকর রাশির জাতক-জাতিকারা মেষ সংক্রান্তিতে কালো কাপড়, কালো বস্ত্র, কালো তিল, কালো কম্বল, কালো বিউলির ডাল দান করুন সংসারে ও জীবনে অত্যন্ত সমৃদ্ধি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
13/ 21
ধনু রাশির জাতক-জাতিকারা মেষ সংক্রান্তিতে হলুদ কাপড়, পিতল ও হলুদ দান করলে লাভ হবে ৷ প্রতীকী ছবি ৷
14/ 21
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা লাল রঙের বস্তু দান করুন ভাল ফল পাবেন ৷ প্রতীকী ছবি ৷
15/ 21
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য সাদা বস্তু দান করলে ভাল ফল পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
16/ 21
কন্যা রাশির জাতক-জাতিকারা সবুজ বস্তু দান করুন ৷ ভাল সময় দৌড়ে দৌড়ে আসবে আপনার কাছে ৷ প্রতীকী ছবি ৷
17/ 21
সিংহ রাশির জাতক-জাতিকারা ভগবান সূর্য সম্পর্কিত জিনিসপত্র দান করুন ৷ যেমন লাল কাপড়, লাল চন্দন, হলুদ ফুল, গম ইত্যাদি দান করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
18/ 21
কর্কট রাশির জাতক-জাতিকারা চিনি, বাতাসা, সাদা চন্দন, সাদা বস্তু দান করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
19/ 21
মিথুন রাশির জাতক-জাতিকারা ফল, সবজি, গোটা মুগ, সবুজ কাপড় দান করলে ভাল ফল পাবেন ৷ প্রতীকী ছবি ৷
20/ 21
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য সাদা বস্তু দান করাটা শুভ ৷ দুধ, ফুল-সহ অন্যান্য সাদা বস্তু দান করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
21/ 21
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Mesh Sankranti 2023: চৈত্র সংক্রান্তিতে বড় মুহূর্ত! সূর্যের শক্তিশালী আশীর্বাদ, রাশি হিসাবে দান করুন, রাজযোগ তৈরি হবে
এই দিন অত্যন্ত শুভ সংযোগ তৈরি হতে চলেছে ৷ নদীতে স্থান করে ধ্যান করে দান করলে অত্যন্ত শুভ হয়, একই সঙ্গে পিতৃতর্পণ করলেও ফল ভাল পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
Mesh Sankranti 2023: চৈত্র সংক্রান্তিতে বড় মুহূর্ত! সূর্যের শক্তিশালী আশীর্বাদ, রাশি হিসাবে দান করুন, রাজযোগ তৈরি হবে
হিন্দুশাস্ত্র মতে সূর্যকে পিতার সমনান মনে করা হয় তাই চৈত্র সংক্রান্তিতে যদি রাশি অনুযায়ী দান করতে পারেন বিশেষ ফল পেতে পারেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
Mesh Sankranti 2023: চৈত্র সংক্রান্তিতে বড় মুহূর্ত! সূর্যের শক্তিশালী আশীর্বাদ, রাশি হিসাবে দান করুন, রাজযোগ তৈরি হবে
মকর রাশির জাতক-জাতিকারা মেষ সংক্রান্তিতে কালো কাপড়, কালো বস্ত্র, কালো তিল, কালো কম্বল, কালো বিউলির ডাল দান করুন সংসারে ও জীবনে অত্যন্ত সমৃদ্ধি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷