নবগ্রহের একেকজন যখন কোনও বিশেষ রাশি থেকে অন্য কোনও রাশিতে গমন করেন, তখন সেই অবস্থান পরিবর্তনকে অভিহিত করা হয় গোচর নামে। এই নয় গ্রহের মধ্যে সূর্যের স্থান বিশেষ, তিনিই গ্রহাধিপতি। গ্রহের রাজা হওয়ার কারণে তাঁর গোচরকে আখ্যা দেওয়া হয় সংক্রান্তি নামে, যা প্রতি এক মাস অন্তর ঘটে থাকে। এখন সূর্য অবস্থান করছে মীন রাশিতে, আগামী ১৪ এপ্রিল, ২০২৩ তারিখে দুপুর ২টো বেজে ৪২ মিনিটে তিনি গমন করবেন মেষ রাশিতে। রাশির নাম অনুসারে এই গমন মেষ সংক্রান্তি নামে পরিচিত। এর পরের দিন থেকেই শুরু হবে বৈশাখ মাস তথা বাংলা নতুন বছর।
বৃষ- সূর্য এই রাশির দ্বাদশ কক্ষে প্রবেশ করবেন, যা ক্ষতি এবং অপচয়ের ঘর। ফলে, নানা দিক থেকে বিবিধ প্রকার লোকসানের মুখে পড়তে হবে বৃষদের। এই পরিস্থিতি আরও জটিল করে তুলবে রাহুর সংযোগ। মেষ রাশিতে রাহুর উপস্থিতির ফলে দৈনন্দিন কাজ কঠিন হয়ে উঠবে, সাফল্য হাতে এসেও ধরা দেবে না। সতর্ক না থাকলে কাজ হারানোর আশঙ্কাও আছে।
কর্কট- সূর্য এই রাশির দশম কক্ষে প্রবেশ করবেন যা কেরিয়ার এবং উপার্জনের ঘর। ফলে আপাতদৃষ্টিতে দেখলে তা মঙ্গলদায়ক বলেই মনে হতে পারে। কিন্তু মেষ রাশিতে রাহুর অধিষ্ঠান পরিস্থিতি ভাল থাকতে দেবে না। এর পরিণামে কর্মক্ষেত্রে নানা রকমের সমস্যা তৈরি হবে, আত্মবিশ্বাসের অভাব হবে, বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে- ফলে চোখ-কান খোলা রেখে শান্ত হয়ে কাজ করতে হবে।
কন্যা- এই রাশির অষ্টম কক্ষে প্রবেশ করছেন সূর্য, যা পরিবর্তন এবং বাধার ঘর। ফলে, এই সময় কর্মক্ষেত্রে পরিস্থিতি নেতিবাচক হয়ে উঠবে, যথেষ্ট পরিশ্রমেও প্রাপ্য সম্মান মিলবে না। সব চেয়ে বড় কথা- রাহুর উপস্থিতির কারণে এই সময়ে কাজ হারালে নতুন কাজ হাতে আসার সম্ভাবনাও বড় একটা দেখা যাচ্ছে না। তাই মুখ বুজে সব সহ্য করাটাই উচিত হবে।
মকর- এই রাশির চতুর্থ কক্ষে প্রবেশ করবেন সূর্য, যা স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতার ঘর। কিন্তু মেষে রাহুর অধিষ্ঠানের ফলে এই দুই দিকেই জটিলতার পরিবেশ তৈরি হবে। স্বাচ্ছন্দ্য বদলে যাবে অস্বস্তিতে, এর হাত থেকে উদ্ধার পেতে ভুলেও বিলাসবহুল দ্রব্যে অহেতুক ব্যয় করা চলবে না। পরিবারের সঙ্গে মনন্তর হবে। ব্যবসায়ীদের এসময় নতুন কোনও উদ্যোগে অর্থলগ্নিতে বিশেষ করে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)