ভারতীয় জ্যোতিষশাস্ত্রে সংক্রান্তির এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক মাস অন্তর যখন রাশি পরিবর্তন করেন সূর্যদেব, তাকেই অভিহিত করা হয় সংক্রান্তি নামে। আবার, গ্রহের অবস্থান পরিবর্তন জ্যোতিষে গোচর নামেও সুপরিচিত। এই দিক থেকে দেখলে স্পষ্ট বোঝা যায় যে সব সংক্রান্তিই গোচর, তবে সব গোচর সংক্রান্তি নয়। ফলত, সংক্রান্তির বিশেষ মহিমা রয়েছে।
মিথুন রাশি- এই রাশির সপ্তম ঘরে প্রবেশ করেছেন সূর্যদেব, এর সূত্র ধরে আত্মীয়তা-জনসংযোগের মতো ক্ষেত্রে লাভ হবে। অতএব, সামাজিক কাজে অর্থব্যয় হলেও আদতে তা উপার্জনবৃদ্ধির পথ প্রশস্ত করবে। তাই হাতে জমে থাকা কাজ শেষ করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে অসন্তোষের পরিবেশ সৃষ্টি হতে পারে, তাই অংশীদারিত্ব এড়িয়ে চলতে হবে। পারিবারিক এবং প্রণয়ের সম্পর্ক দৃঢ় হবে। তবে গোচরের প্রথম দিকে হাঁটু এবং উদরের সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক রাশি- সূর্যদেব এই রাশির দশম ঘরে প্রবেশ করেছেন, এই সূত্রে আটকে থাকা টাকা হাতে আসার সম্ভাবনা প্রবল হয়েছে। পেশাগত ক্ষেত্রে উন্নতি হবে। যাঁরা ওয়ার্ক ফ্রম হোমের মধ্যে রয়েছেন, তাঁরা বাড়ির কাছেই অফিসে পদোন্নতির সুযোগ পেতে পারেন। শিক্ষা এবং আর্থিক ভাগ্য সুপ্রসন্ন, ফলে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। নানা দিক থেকে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তবে ব্যক্তিগত সম্পর্কে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক হয়ে কথা বলা একান্ত প্রয়োজন।
কুম্ভ রাশি- সম্পর্ক এবং বিবাহ- অর্থাৎ কুম্ভের সপ্তম ঘরে অধিষ্ঠান করছেন সূর্যদেব। এই সূত্রে স্বভাবে এবং আচরণে সদর্থক পরিবর্তন উপলব্ধি করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। দিবাভাগে কর্মতৎপরতা বৃদ্ধি পাবে, ফলে শক্তি এবং বুদ্ধি প্রয়োগে যে কোনও কাজ সুসম্পন্ন করা সহজসাধ্য হয়ে উঠবে। নতুন কোনও কাজেও হাত দেওয়ার পক্ষে এই সময় প্রশস্ত। ব্যবসায়িক ক্ষেত্রে নিজেকে শান্ত রাখতে পারলে মনোমালিন্য এড়িয়ে চলা সম্ভব হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)