হোম » ছবি » জ্যোতিষকাহন » আগামী সপ্তাহে সূর্যের কুম্ভে গমন; আশাতিরিক্ত সৌভাগ্য পাবে এই তিন রাশি!

Surya Gochar 2023: আগামী সপ্তাহে সূর্যের কুম্ভে গমন; আশাতিরিক্ত সৌভাগ্য পাবে এই তিন রাশি!

  • 15

    Surya Gochar 2023: আগামী সপ্তাহে সূর্যের কুম্ভে গমন; আশাতিরিক্ত সৌভাগ্য পাবে এই তিন রাশি!

    কালের নিয়ম মেনে স্থান পরিবর্তন করে গ্রহ নক্ষত্র। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে গ্রহ নক্ষত্রের এই স্থান পরিবর্তনের সঙ্গে জড়িয়ে যায় রাশি পরিবর্তন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। সমস্ত গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। মনে করা হয়, এর প্রভাব পড়ে পৃথিবীর সমস্ত মানুষের উপর। সমস্ত রাশির জাতক-জাতিকার জীবনেই কিছু পরিবর্তন ঘটে।

    MORE
    GALLERIES

  • 25

    Surya Gochar 2023: আগামী সপ্তাহে সূর্যের কুম্ভে গমন; আশাতিরিক্ত সৌভাগ্য পাবে এই তিন রাশি!

    আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৩, সকাল ৯টা ৫৭ মিনিটে ঘটতে চলেছে সূর্যের গোচর। সূর্যদেব এদিন কুম্ভ রাশিতে গমন করবেন। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে, সূর্যদেবকে গ্রহের রাজা হিসাবে বর্ণনা করা হয়ে থাকে। এই পরিস্থিতিতে, সমস্ত রাশির জাতক-জাতিকার জীবনেই কোনও না কোনও ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। তবে তিনটি রাশির জাতক-জাতিকা এসময় সৌভাগ্যের মুখ দেখতে পারেন। তাঁরা এই সময়ে সরকারি চাকরি পেতে পারেন বা আয় বৃদ্ধির সুযোগ পাবেন।

    MORE
    GALLERIES

  • 35

    Surya Gochar 2023: আগামী সপ্তাহে সূর্যের কুম্ভে গমন; আশাতিরিক্ত সৌভাগ্য পাবে এই তিন রাশি!

    ধনু রাশি- আগামী ১৩ জানুয়ারি সূর্যের গোচরের ফলে ধনু রাশির জাতক-জাতিকারা সুফল পাবেন। এই সময়ে সরকারি চাকরি পাওয়ার ভাল সুযোগ মিলতে পারে। নতুন ব্যবসায়িক কাজ শুরু করার পরিকল্পনাও করা যেতে পারে। এই সময়ে যে কোনও কাজে পিতার সম্পূর্ণ সমর্থন পাওয়া সম্ভব হবে। জাতক জাতিকা প্রতিদিন সূর্য দেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন।

    MORE
    GALLERIES

  • 45

    Surya Gochar 2023: আগামী সপ্তাহে সূর্যের কুম্ভে গমন; আশাতিরিক্ত সৌভাগ্য পাবে এই তিন রাশি!

    কন্যা রাশি- কন্যা রাশির জাতক-জাতিকাদের উপরও সূর্যের গোচরের শুভ প্রভাব পড়বে। ফলে এই রাশির জাতক-জাতিকাদের সম্মান বৃদ্ধি পাবে। বিরোধীদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা যাবে। কর্মক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা নতুন দায়িত্ব পেতে পারেন। নিজের কোনও কাজ বা ভাল আচরণের প্রশংসা পাওয়া যাবে।

    MORE
    GALLERIES

  • 55

    Surya Gochar 2023: আগামী সপ্তাহে সূর্যের কুম্ভে গমন; আশাতিরিক্ত সৌভাগ্য পাবে এই তিন রাশি!

    বৃষ রাশি- বৃষ রাশির জাতক-জাতিকাদের উপরও সূর্যের গোচরের প্রভাবও শুভ হতে চলেছে। এসময় অন্য প্রতিষ্ঠান থেকে নতুন কোনও সুযোগ আসতে পারে। এছাড়াও, যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা সুখবর পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের লাভের সম্ভাবনা রয়েছে। সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। (প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

    MORE
    GALLERIES