রাশি পরিবর্তন করতে চলেছেন সূর্যদেব। আজ, ১৪ এপ্রিল, বেলা ৩টে বেজে ১২ মিনিটে, সূর্য মেষ রাশিতে গমন করছেন। আগামী ১৪ মে পর্যন্ত সূর্য মেষ রাশিতে অবস্থান করবেন এবং ১৫ মে বৃষ রাশিতে গমন করবেন। এই গোচর রাশিচক্রের ১২টি রাশির জাতক-জাতিকার উপরই প্রভাব ফেলবে। কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে, জানাচ্ছেন তিরুপতির জ্যোতিষী ড. কৃষ্ণ কুমার ভার্গব ৷