হোম » ছবি » জ্যোতিষকাহন » সুসময় সন্নিকটেই; বাংলা নতুন বছর আসার আগেই এই ৬ রাশির ঘরে আসবেন মা লক্ষ্মী!

Shukra Rashi Parivartan 2023: সুসময় সন্নিকটেই; বাংলা নতুন বছর আসার আগেই এই ৬ রাশির ঘরে আসবেন মা লক্ষ্মী!

  • 18

    Shukra Rashi Parivartan 2023: সুসময় সন্নিকটেই; বাংলা নতুন বছর আসার আগেই এই ৬ রাশির ঘরে আসবেন মা লক্ষ্মী!

    সময় এখন চৈত্র নবরাত্রির। দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, দেবী দুর্গার বাসন্তী পূজার আসন বসবে অনেক ঘরেই। কিন্তু সম্পদের গ্রহ শুক্রের গোচরে মা লক্ষ্মীর আসন বিশেষ করে অটল হতে চলেছে কিছু রাশির ভাগ্যে। ৬ এপ্রিল, ২০২৩ তারিখে নিজ গ্রহ বৃষতে শুক্রের গোচরের সঙ্গে সঙ্গে শুরু হবে এই সুসময়, তা স্থায়ী হবে ২ মে, ২০২৩ তারিখ পর্যন্ত। তবে শুধু শুক্রের গোচর নয়, ৬ রাশির অর্থভাগ্য প্রসন্ন হতে চলেছে আরও কিছু গ্রহের গোচরে। যেমন, মীন রাশিতে বৃহস্পতি এবং চন্দ্রের গোচরে তৈরি হবে গজকেশরী যোগ, তা সমৃদ্ধ করবে নিম্নোক্ত ৩ রাশিকে-

    MORE
    GALLERIES

  • 28

    Shukra Rashi Parivartan 2023: সুসময় সন্নিকটেই; বাংলা নতুন বছর আসার আগেই এই ৬ রাশির ঘরে আসবেন মা লক্ষ্মী!

    মেষ- শুক্রের গোচর বিশেষ করে অর্থভাগ্য সমৃদ্ধ করবে এই রাশির। যথোচিত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, সেকারণেই অর্থলাভের সম্ভাবনা বাড়বে। সর্বমনোবাঞ্ছা পূর্ণ হবে, মনোরম স্থানে ভ্রমণের যোগও রয়েছে। প্রণয় এবং সন্তানভাগ্যও প্রসন্ন হবে মেষের।

    MORE
    GALLERIES

  • 38

    Shukra Rashi Parivartan 2023: সুসময় সন্নিকটেই; বাংলা নতুন বছর আসার আগেই এই ৬ রাশির ঘরে আসবেন মা লক্ষ্মী!

    বৃষ- বৃষদের এই সময়ে নতুন কোনও কাজ শুরু করা উচিত হবে না। তবে বর্তমান কাজে নানা সুযোগ-সুবিধা আসবে, সেই সূত্রেই অর্থাগমের সম্ভাবনা রয়েছে। বাণিজ্যেও মসৃণ বৃদ্ধি ইঙ্গিত- অতএব অর্থাগমে কোনও অসুবিধা হবে না।

    MORE
    GALLERIES

  • 48

    Shukra Rashi Parivartan 2023: সুসময় সন্নিকটেই; বাংলা নতুন বছর আসার আগেই এই ৬ রাশির ঘরে আসবেন মা লক্ষ্মী!

    কর্কট- সব দিক থেকে লাভবান হতে চলেছেন এঁরা। নানা নতুন উপার্জনের সুযোগ আসবে, কর্মক্ষেত্রের এযাবৎ পরিশ্রম পদোন্নতির দিকে নিয়ে যাবে। ফলে একদিকে যেমন অর্থাগম হবে, তেমনই তা সঞ্চয়েও সমর্থ হবেন এঁরা।

    MORE
    GALLERIES

  • 58

    Shukra Rashi Parivartan 2023: সুসময় সন্নিকটেই; বাংলা নতুন বছর আসার আগেই এই ৬ রাশির ঘরে আসবেন মা লক্ষ্মী!

    আবার, মেষ রাশিতে বুধের গোচরও নিম্নোক্ত তিন রাশির জন্য লাভদায়ক সাব্যস্ত হবে-

    MORE
    GALLERIES

  • 68

    Shukra Rashi Parivartan 2023: সুসময় সন্নিকটেই; বাংলা নতুন বছর আসার আগেই এই ৬ রাশির ঘরে আসবেন মা লক্ষ্মী!

    কন্যা- গ্রহের এই গোচরে এঁদের যশ বৃদ্ধি পাবে, কর্মসূত্রে ভ্রমণের যোগ রয়েছে। বাণিজ্যে এবং কর্মক্ষেত্রে একই সঙ্গে যোগাযোগ এবং উপার্জন বৃদ্ধি পাবে। প্রণয়ের ক্ষেত্রে অতীতের কোনও পদক্ষেপ মধুর হয়ে দেখা দেবে।

    MORE
    GALLERIES

  • 78

    Shukra Rashi Parivartan 2023: সুসময় সন্নিকটেই; বাংলা নতুন বছর আসার আগেই এই ৬ রাশির ঘরে আসবেন মা লক্ষ্মী!

    মকর- কর্মক্ষেত্রে সাফল্যের শিখরে থাকবেন এঁরা- ফলে অর্থাগমের পথ প্রশস্ত হবে। বাণিজ্যেও গ্রহের এই গোচর উপার্জনবৃদ্ধির সহায়ক হয়ে উঠবে।

    MORE
    GALLERIES

  • 88

    Shukra Rashi Parivartan 2023: সুসময় সন্নিকটেই; বাংলা নতুন বছর আসার আগেই এই ৬ রাশির ঘরে আসবেন মা লক্ষ্মী!

    কুম্ভ- কর্মক্ষেত্রে নানা সুযোগ-সুবিধার সূত্রে উন্নতি করা সম্ভব হবে যা উপার্জন বৃদ্ধির পথ খুলে দেবে। কর্মক্ষেত্রে পদোন্নতিরও সম্ভাবনা আছে, হাতে আসা টাকা সঞ্চয়ের সুযোগও মিলবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

    MORE
    GALLERIES