সময় এখন চৈত্র নবরাত্রির। দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, দেবী দুর্গার বাসন্তী পূজার আসন বসবে অনেক ঘরেই। কিন্তু সম্পদের গ্রহ শুক্রের গোচরে মা লক্ষ্মীর আসন বিশেষ করে অটল হতে চলেছে কিছু রাশির ভাগ্যে। ৬ এপ্রিল, ২০২৩ তারিখে নিজ গ্রহ বৃষতে শুক্রের গোচরের সঙ্গে সঙ্গে শুরু হবে এই সুসময়, তা স্থায়ী হবে ২ মে, ২০২৩ তারিখ পর্যন্ত। তবে শুধু শুক্রের গোচর নয়, ৬ রাশির অর্থভাগ্য প্রসন্ন হতে চলেছে আরও কিছু গ্রহের গোচরে। যেমন, মীন রাশিতে বৃহস্পতি এবং চন্দ্রের গোচরে তৈরি হবে গজকেশরী যোগ, তা সমৃদ্ধ করবে নিম্নোক্ত ৩ রাশিকে-