জ্যোতিষশাস্ত্র আসলে অতি প্রাচীন বিজ্ঞান। এর মাধ্যমে গ্রহের গতিবিধি থেকে শুরু করে মানবজীবনে তার প্রভাব - এই সব কিছু সম্পর্কেই জানা যায়। যখন কোনও একটি গ্রহ নিজের রাশি পরিবর্তন করে, তখন তার প্রভাব পড়ে সমস্ত রাশির উপরেই। গত ১২ মার্চ, ২০২৩ তারিখে প্রেম-বিলাসিতার গ্রহ শুক্র মীন রাশিতে (শুক্র গোচর) এবং ১৩ মার্চ, ২০২৩ তারিখে পরাক্রমের গ্রহ মঙ্গল মিথুন রাশিতে (মঙ্গল গোচর) গোচর করেছেন। এই দুই শক্তিশালী গ্রহের রাশি পরিবর্তনের কারণে কয়েকটি রাশির জাতক-জাতিকার ভাগ্য খুলতে চলেছে। আগামী এক মাস ধরে সুখবরের বর্ষণ হবে জীবনে। এবার জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকারা এই গোচরের ফলে উপকৃত হবেন!
বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকারা এই দুই গ্রহের গোচরের প্রভাবে লাভবান হতে চলেছেন। যানবাহনের সুখ লাভের যোগ রয়েছে। এর পাশাপাশি আয়ও বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে চাকরি পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হচ্ছে। উন্নতি লাভ করতে পারেন। অফিসে আধিকারিকদের থেকে সহযোগিতা মিলবে। মায়ের কাছ থেকে আর্থিক লাভ পেতে পারেন।
ধনু রাশি: এই দুই গ্রহের গোচরের প্রভাবে ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ আসবে। চাকরিতে অগ্রগতি হবে। সন্তানের সুখ মিলতে পারে। ঘর-বাড়ি তৈরি হওয়ার যোগ রয়েছে। তবে আয় কমতে পারে অথচ বাড়তে পারে ব্যয়। মা-বাবা সব সময় পাশে থাকবেন। শিক্ষামূলক কাজেও ভাল ফলাফল মিলবে। বাড়িতে ধর্মীয় কাজের যোগ তৈরি হচ্ছে। তীর্থযাত্রারও সম্ভাবনা প্রবল। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)