কালের নিয়মে স্থান পরিবর্তন করে গ্রহ-নক্ষত্র। ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে গ্রহ-নক্ষত্রের এই স্থান পরিবর্তনের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে পৃথিবীর মানুষের। গ্রহের স্থান পরিবর্তন বা গোচরের ফলে রাশিচক্রের ১২টি রাশির সমস্ত জাতক-জাতিকার জীবনে কিছু না কিছু পরিবর্তন হয়। কখনও তা শুভ, কখনও অশুভও হতে পারে।
মীন—মীন রাশির জাতক-জাতিকারা এই গোচরের শুভ প্রভাবে ব্যবসায় লাভবান হবেন। পরিবারিক সুখ অব্যাহত থাকবে। মানসিক উদ্বেগ কমবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়া যাবে। বাড়ি বা কর্মক্ষেত্রে বদল চাইলে তা পাওয়া যেতে পারে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)