কালের নিয়মে গ্রহ-তারকার স্থান পরিবর্তন হয়ে থাকে। একটি নির্দিষ্ট সময় অন্তর প্রায় সব গ্রহ নক্ষত্রই স্থান পরিবর্তন করে। ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে এই স্থানান্তরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষ মনে করে গ্রহ নক্ষত্রের এই স্থান পরিবর্তনের ফলে পৃথিবীর সমস্ত মানুষের জীবনে কোনও না কোনও প্রভাব পড়ে।
২০২৩ সাল পড়তে না পড়তেই একাধিক গ্রহের গোচর হয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে রাশিচক্রে বেশ বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই ফেব্রুয়ারি মাসটি খুবই গুরুত্বপূর্ণ। একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবেন। তার মধ্যে অন্যতম হল প্রেম, সৌন্দর্য ও ঐশ্বর্য বিলাসের গ্রহ শুক্রের গোচর। মনে করা হয় শুক্র হলেন অন্তর্দৃষ্টি ও রহস্যবাদের প্রতীক। ফেব্রুয়ারি মাসে এই শুক্র মীন রাশিতে গোচর করতে চলেছেন। এর ফলে তৈরি হবে মালব্য রাজ যোগ।
ধনু: এই রাশির জাতক-জাতিকা মালব্য রাজ যোগ থেকে অর্থনৈতিক সুবিধা পাবেন। এসময় জমি, বাড়ি বা যান ক্রয়ের সুযোগ আসতে পারে। উপার্জনের নতুন উৎস খুলে যেতে পারে। বিনিয়োগে লাভের সম্ভাবনা, কর্মক্ষেত্রে নতুন পদপ্রাপ্তির যোগ রয়েছে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)