জুলাই মাসে পাঁচটি বড় গ্রহ স্থান পরিবর্তন করতে চলেছে ৷ জ্যোতিষ শাস্ত্রমতে যখন কোনও গ্রহের স্থান পরিবর্তন হয় সেই পরিবর্তন জীবনকে প্রভাবিত করে সেটি ব্যাপক ভাবে প্রভাব ফেলবে ৷ প্রতীকী ছবি ৷
2/ 13
একই সঙ্গে আয়ের কয়েকটি রাস্তা প্রস্তুত হতে শুরু করবে ৷ ব্যাপক পরিমাণে মুনাফা হতে পারে ৷ শুক্র সিংহ রাশির দশম ভাগের স্বামী ৷ এই স্থানকে চাকরি বা ব্যবসার স্থান বলেই মনে করা হয় ৷ ব্যবসার ক্ষেত্রে ব্যাপক লাভ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
3/ 13
হতে পারে প্রমোশন বা বেতন বাড়তে পারে বাম্পারও ৷ ব্যবসার ক্ষেত্রে লাভ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
4/ 13
কন্যা (Virgo): শুক্র কন্যা রাশির দশম ভাগে অবস্থান করছে ৷ এটি কর্মক্ষেত্রের বা চাকরির স্থান হিসাবেই মানা হয় ৷ এরই মাঝে নতুন চাকরির প্রস্তাব আসতে পারে ৷ প্রতীকী ছবি ৷
5/ 13
এই সমস্ত নতুন প্রচেষ্টা সফল হতে পারে ৷ ব্যবসায়িক ক্ষেত্রে ভাল উন্নতি করতে পারে ৷ পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে বেশ ভাল লাভ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
6/ 13
বৃষ (Taurus): বৃষ রাশির দ্বিতীয় ঘরে শুক্রের গোচর হতে চলেছে ৷ এটি টাকা পয়সা বা ধনের স্থান হিসাবে ধরে নেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
7/ 13
দীর্ঘ সময় ধরে আটকে থাকা টাকা এবার পাবেন ৷ ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারিত করার এটাই সব থেকে বড় সময় ৷ প্রতীকী ছবি ৷
8/ 13
কুষ্ঠির অষ্টম ঘরের স্থানে স্বামী শুক্র ৷ একে গুপ্ত রোগ বলেও মনে করা হয় ৷ টাকা পয়সা সংক্রান্ত সমস্ত সমস্যা মিটে যায় ৷ প্রতীকী ছবি ৷
9/ 13
ব্যবসায় প্রচুর টাকা পয়সা লাভ হতে পারে ৷ সব মিলিয়ে অত্যন্ত ভাল অবস্থা আসছে ৷ শুক্রের গোচর সমস্ত হিসাব বদলে দেবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 13
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
11/ 13
এই প্রভার শুভ বা অশুভ দুইই হতে পারে ৷ প্রতি গ্রহই একটি নির্দিষ্ট সময় পরে রাশি পরিবর্তন করে ৷ প্রতীকী ছবি ৷
12/ 13
১৩ জুলাই শুক্র মিথুন রাশিতে গোচর করবে ৷ তব তিন রাশির জাতক-জাতিকাদের জন্য তুমুল প্রভাব ফেলবে ৷ প্রতীকী ছবি ৷
13/ 13
সিংহ (Leo): জ্যোতিষ শাস্ত্রমতে সিংহ রাশির একাদশতম স্থানে শুক্রের গোচর হতে চলেছে ৷ এরফলে বাড়বে আয় ৷ এই গোচরের ফলে তুমুল গতিতে আয় বাড়তে চলেছে ৷ প্রতীকী ছবি ৷