১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে গোচর করছে শনি। কুম্ভে থেকেই আগামী ১৭ জুন শনি বক্রী দশায়। ৪ নভেম্বর পর্যন্ত এই অবস্থায় থাকবে শনি। শনির বক্রী হওয়ায় গঠিত হবে কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ।
জ্যোতিষশাস্ত্রে এই রাজযোগ অত্যন্ত সৌভাগ্যশালী বলে মনে করা হয়। কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগের প্রভাবে জীবন বদলে যাবে ৩ রাশির। সাফল্য, অর্থ কিছুরই অভাব থাকবে না। জেনে নিন কারা সেই ৩ ভাগ্যবান--